এস এম হাসান আলী বাচ্চু,তালার সংবাদদাতা : তালায় সদর ডাকবাংলো চত্বরে গতকাল বিকালে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো:নজরুল ইসলামকে তালা বাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয় ।
ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন এর সভাপত্বিতে তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো:ইকবল হেসেনের পরিচালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি আলহাজ্ব মো: নজরুল ইসলাম ,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামিলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম,উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা থানা অফিসার ইনচার্জ মো:হাসান হাফিজুর রহমান, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম,ভাইচ চেয়ারম্যান শেখ ইখতিয়ার হোসেন, ,জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, সাতক্ষীরা জেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, তালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামছুর রহমান খলিলনগর ইউপি চেয়ারম্যান মো:আজিজুর রহমান রাজু, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ আবুল কালাম আজাদ, তৃতীয় শ্রেণী সরকারী কল্যাণ সমিতির সভাপতি মীর মহাসিন হোসেন,ইউপি সদস্য দেলওয়ার হোসেন সোনা,এসএম আব্দুর রব, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান ।গণসংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামিলীগ ও সহযোগী সংগঠন ,জাতীয় পার্টি,তালা থানা ইমারত শ্রমিক ইউনিয়ন ,তালা বাজার বনিক সমিতি ,তালা মহাশ্মান মন্দির কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান ,তৃতীয় শ্রেণী সরকারী কল্যাণ সমিতি সহ বিভিন্ন সংঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলের মাল্য দিয়ে বরণ করে নেওয়া হয় ।সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলা পরিষদ কে দূর্নীতি মুক্ত করে গনমানুষের প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন ।