স্টাফ রিপোর্টারঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তির পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম শেষ হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে ৩৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি কার্যক্রম বন্ধের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষার আবেদন ফরম তোলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হল। কিন্তু আবেদন ফরমের টাকা জমা দেওয়ার সময় বর্ধিত করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত ব্যাংক চলাকালীন টাকা জমা দেওয়া যাবে। তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বিগত ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির ঘটনা ঘটেছে। তবে এবার কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ পাওয়া গেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হবে।
তিনি বলেন, ‘বিগত ভর্তি পরীক্ষায় যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জালিয়াতির ঘটনা ঘটেছিল সেগুলোতে এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদ, কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো আব্দুল আজিজ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১০ অক্টোবর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অঙ্কন) ১৭ অক্টোবর, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর ও ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬৮৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় ২ লাখ ৪৪ হাজার ৪ জন শিক্ষার্থী আবেদন ফরম তুলেছেন। ১ আসনে বিপরীতে ৩৯ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে ক-ইউনিটে ১৬৬০ আসনের বিপরীতে ৭২১৬১ জন, খ-ইউনিটে ২২৮০ আসনের বিপরীতে ৩১৪২১ জন, গ-ইউনিটে ১১৭০ আসনের বিপরীতে ৪৩৮৫৭ জন, ঘ-ইউনিটে ১৪৪০ আসনের বিপরীতে ৯৪৭৯৮ জন ও চ-ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে ১২১৬৭ জন আবেদন করেছেন।