14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার বনগ্রাম রোডে কুকুরের উপদ্রব

admin
February 25, 2016 4:02 pm
Link Copied!

প্রানতোষ তালুকদার : ঢাকার ৩৮ নং ওয়ার্ডের বনগ্রাম রোড এ কুকুর এর উপদ্রব। যখন তখন এলাকার জনগণকে কামড় দিতে দৌঁড়াইয়া যায়। বিশেষ করে টোকাইদের সরাসরি কামড় মারে রক্ত বের করে দেয়। এলাকায় টোকাইরা ছালার বস্তা নিয়া কাগজ বা ভাঙ্গা জিনিসপত্রাদি কুড়াইতে আসিলে কুকুরগুলি দৌড়াইয়া গিয়া টোকাইদের কামড় মারে।

গত কয়েকদিন পূর্বে একটি কুকুর তেড়ে এসে এক টোকাইকে হাটুতে কামড় মেরে রক্ত বের করে দেয়। পরে এলাকার লোকজন জড় হয়ে ঐ টোকাইকে মহাখালী হাসপাতালে পাঠায়।

রাত হলেই একসাথে অনেক কুকুর দল বেঁধে লোকজনকে তাড়া করে কামড় দিতে যায়। এলাকার জনগণ বলাবলি করছেন যে, ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর একটু দৃষ্টি দিলেই বা ঢাকা সিটি করপোরেশ এ খবর দিলেই কুকুরগুলির বিরুদ্ধে একটি সাড়াসি অভিযান চালাইয়া ঢাকা সিটি করপোরেশেনের অনুমতি বিহীন কুকুরগুলি নিধন করিলে এলাকার জনগণ একটু শান্তি ও স্বস্তিতে হাটাচলা করিতে পারিত এবং রাত্রেও শান্তিতে ঘুমাইতে পাড়িত।

গভীর রাত্রিতে অনেক কুকুর একত্র হয়ে উচ্চস্বরে চিৎকার করতে থাকে এবং এলাকার লোকজনের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে এবং রাত্রে রাস্তায় কাউকে দেখিলে সরাসরি কামড় মারে এবং জানা যায় যে এ পর্যন্ত অনেকেই কুকুরের কামড় খেয়েছে। আর কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগের ভয় তো আছেই।

এলাকার জনগণ বলাবলি করছে যে, একমাত্র সিটি করপোরেশন অনুমতি ও কুকুরের লাইসেন্স ব্যতীত কোন কুকুর যদি রাস্তায় থাকে; তাহার বিহীত ব্যবস্থা করিতে ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা সিটি করর্পোরেশন ব্যবস্থা নেয়া উচিত বলে এলাকার জনগণ মনে করেন।

http://www.anandalokfoundation.com/