× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁকা ভবন নির্মাণের হিড়িক

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
সরকারি জায়গা দখল

মাদারীপুরের ডাসারে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পাঁকা স্থাপনা নির্মাণ করে, আসছেন একটি প্রভাবশালী মহল।তবে দখলের বিষয়ে প্রশাসনের রহস্যজনক ভূমিকা রয়েছে বলে দাবী করেন স্থানীয় সচেতন মহল।নিয়ম নীতিকে বৃদ্ধা আঙুল দেখিয়ে  সরকারি জায়গায় প্রতিনিয়ত ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠান গড়ে উঠায় সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে।
প্রায় একযুগ ধরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা গড়ে উঠা ও নতুন করে পাঁকা ভবন নির্মাণের কাজ চলছে।অপরদিকে প্রশাসন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ না করায়,জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরজমিনে অনুসন্ধানে গিয়ে জানাগেছে, ডাসার উপজেলার ৩৩ নং ধামূসা মৌজার ১ খতিয়ানে বিআরএস ৭২১ নং দাগে খাল ও ৭২৮ নং দাগে রাস্তা সরকারি খাস খতিয়ানভুক্ত।অতিতে রাস্তার পাশে একটি খালের অবস্থান  ছিল।কালক্রমে সরকারি খাল ও রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে ইতিমধ্যে   কাঁঠালতলা বাজারে অধিকাংশ দোকান ও পাকা স্থাপনা নির্মাণ করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে ডাসার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেনসহ একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। নতুন করে সরকারি খালের জায়গা ভরাট করে পাঁকা বহুতল ভবন, হাসপাতাল ও মার্কেট নির্মাণের কাজ করছেন ঠিকাদার সৈয়দ শাহআলম।
ব্যক্তি মালিকানায় সরকারি খাল ও রাস্তা দখলে যাওয়ায়, এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।স্থানীয়রা সরকারি খাল ও রাস্তা দ্রুত দখল মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। উপজেলা প্রশাসন খবর পেয়ে নতুন ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেন।এর কিছুদিন পরে পুনরায় কাজ শুরু করেন অবৈধ দখলদারেরা।এতে করে প্রশাশনের রহস্যজনক ভূমিকা রয়েছে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।তবে সরকারি জায়গা দখলের বিষয়ে অধিকাংশ দখলদার কথা বলতে রাজি হয়নি।
ডাসার কাঁঠালা বাজার কমিটির  সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল আলম লাহিদ বলেন, খালটি পানি নিষ্কাশনের জন্য খুবই প্রয়োজন। এটি একটি উপজেলার মধ্যে বড় বাজার।সরকারি জায়গা দখলমুক্ত করে যদি সরকারি খাতে অর্ন্তরভুক্ত করে দোকান বরাদ্দ দেন, তাহলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারে।
দখলদার সৈয়দ শাহআলম বলেন, আমার পাঁকা ভবনটি যদি সরকারি জায়গায় পরে, তাহলে আমি ভেঙে ফেলবো।
এসময় সৈয়দ বেলায়েত হোসেনের মুঠোফোনে ফোন করে না পাওয়ার বক্তব্য পাওয়া যায় নি।
ডাসার উপজেলা ভুমি  সার্ভেয়ার মো. দেলোয়ার হোসেন জানান, সরকারি খাল ও রাস্তার অংশে স্থাপনা রয়েছে।বিষয়টি ইউএনও স্যারকে মৌখিকভাবে জানানো হয়েছে।
ডাসার উপজেলা  নির্বাহী অফিসার রেজা মো.গোলাম মাসুম প্রধান বলেন, সার্ভেয়ার এখনো চুড়ান্ত রিপোর্ট দেয়নি বিদায় কিছু বলাতে পারছি না।যদি পুনরায় কাজ করার বিষয়টি আমি দেখা হবে।


এ ক্যটাগরির আরো খবর..