সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলের ট্যাংকারবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক বাংলানিউজকে ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তেলবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৭২৩ উদয়ন এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন শায়েস্তগঞ্জে এবং সিলেট থেকে ছেড়ে যাওয়া ৭৭৪ কালনী এক্সপ্রেস ট্রেন কমলগঞ্জ স্টেশনে আটকা পড়ে।
উদ্ধারকারী ট্রেন সকাল সাড়ে ৮টার দিকে লাইনচ্যুত ইঞ্জিন সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।