13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সনাতন হিন্দু ফাউন্ডেশন এর উদ্যোগে জাপানের টোকিওর প্রথম শিবমন্দিরে দ্বিতীয় বার শিবরাত্রি পালন

Brinda Chowdhury
February 21, 2020 6:33 pm
Link Copied!

জাপান প্রতিনিধিঃ ওম নমঃ শিবায়! বলতে বলতে দ্বিতীয় বার জাপানে সনাতন হিন্দু ফাউন্ডেশন এর উদ্যোগে মহা শিবরাত্রি অনুষ্ঠান পালিত হচ্ছে ।
জাপানের টোকিওতে ওকুব স্টেশনের কাছে প্রবাসী জাপানী নন্দী খোকন কুমার এবং উত্তম মিত্র এই দুইজনের প্রচেষ্টায় প্রথম ২০১৮ সালের মে মাসে শিব মন্দির বানানোর উদ্যোগ নেন।
আজ ২১ ফেব্রুয়ারি, অন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনেই পড়েছে এবারের শিবরাত্রি ৷ বাংলা পঞ্জিকা মতে ২১ ফেব্রুয়ারি ৮ ফাল্গুন, বিকেল ৫.৪১ মিনিটে তিথি শুরু এবং ২২ ফেব্রুয়ারি ৯ ফাল্গুন ৬.৩৯ মিনিটে ছেড়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে উপবাসে থেকে মহাদেবের মাথায় জল ঢালতে হবে ৷
আজকের দিনে এই শুভ তিথিতে টোকিওর হিন্দুদের অধিকাংশ এই একমাত্র শিব মন্দিরে  মহাদেবের মাথায় জল ঢেলে নিজের নিজের মনস্কামনা পূরণ করার চেষ্টা করেন।
সনাতন হিন্দু ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট নন্দী খোকন কুমার বলেন, ছোট পরিসরে গত দুইবছর যাবৎ আমরা সবাই শিবরাত্রি পালন করছি। আশা করি এবছর ই আমরা নিজস্ব জায়গায় পালন করতে পারবো।
ভাইস প্রেসিডেন্ট উত্তম মিত্র বলেন, শুধু একটু সময় দরকার আমাদের একত্রিত হওয়ার। সম্ভব হবেই হবে ! সেই সাথে সকল সদস্য দের একই মনোবাঞ্ছনা জাপানে একটি স্থায়ী মন্দির হোক।

http://www.anandalokfoundation.com/