টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় আজ বিকেলে (০৬ জুন ২০২৪, বৃহস্পতিবার) দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে ‘Japan-Bangladesh Economic Cooperation: Further Enhancing of the Business Prospects and Opportunities’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।
সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম, এ, এন, ছিদ্দিক এবং জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ দূতাবাসের ইকনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৩ সালে জাপান সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, জাতির পিতা ছিলেন জাপানের উন্নয়ন মডেলের একজন কঠোর সমর্থক এবং তাঁর এই সফর জাপানের সাথে বাংলাদেশের সম্পর্কন্নোয়নের ভিত্তি স্থাপন করেছিল। তিনি বলেন, ২০২৩ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত হয়েছে যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জাপানের সঙ্গে সহযোগিতার সুযোগ সৃষ্টি করেছে।
তিনি জাপানের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে অটোমোবাইল খাতসহ বিনিয়োগের নতুন ক্ষেত্র অনুসন্ধানে এগিয়ে আসার এবং বাংলাদেশ থেকে আরও মানসম্পন্ন পণ্য আমদানীর আহ্বান জানান।
ইআরডির অতিরিক্ত সচিব একেএম শাহাবুদ্দিন আহমদ জাপানি বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য খাতসমূহের উপর আলোকপাত করেন এবং বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যবসায়িক পরিবেশ এবং বিনিয়োগের সুযোগ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। জাইকার উপ-মহাপরিচালক সাকুদো শুনসুকে বাংলাদেশে চলমান জাইকার প্রকল্পের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দেন।
ইআরডি সচিব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী সমাপনী বক্তৃতায় জাপানি অংশগ্রহণকারীদের ব্যাবসার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দেওয়া সুযোগ-সুবিধাগুলি কাজে লাগাতে এবং একটি উন্নত দেশ হওয়ার পথে বাংলাদেশের অগ্রযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে গত ১৫ বছরে দেশের অর্থনৈতিক অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন এবং উন্নয়ন ও সমৃদ্ধির এই অগ্রযাত্রায় অব্যাহত সমর্থন প্রদানের জন্য জাপানকে ধন্যবাদ জানান। তিনি বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস, জাপান সরকার ও জাইকার কর্মকর্তারা এবং জাপানি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইআরডি সচিবের নেতৃত্বে ইআরডির চার সদস্যের একটি প্রতিনিধি দল চার দিনের জন্য জাপান সফর করছে। সফরকালে প্রতিনিধি দলটি ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন উপমন্ত্রী উয়েহারা আতসুশি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সহকারী মন্ত্রী কাসুকাবে হিদেকি, অর্থ মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক সুচিয়া আকিহিরো এবং জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেইসহ জাপানি কর্মকর্তাদের সাথে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেয়।