× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

ডেস্ক

ইতিহাসের পাতায় টেস্টে বিরল রেকর্ড গড়লেন শান্ত

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ২১ জুন, ২০২৫
টেস্টে বিরল রেকর্ড

গল টেস্টের পঞ্চম দিনে দারুণ এক ইনিংসে বাংলাদেশকে লড়াইয়ের মতো জায়গায় নিয়ে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লাঞ্চের পর ধৈর্য ধরে সেঞ্চুরি পূর্ণ করেন, এরপর মাত্র ৯ বলে ২৫ রান তুলে ইনিংস ঘোষণার ইঙ্গিত স্পষ্ট করেন। শেষ পর্যন্ত তার ১২৫ রানের অপরাজিত ইনিংসে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৯৬ রান। সময় বাকি ৩৭ ওভার। তবে মাঝেমধ্যে আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শ্রীলঙ্কা এই টার্গেট তাড়া করবে নাকি ম্যাচ বাঁচাতে খেলবে, সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশের বোলারদের সামনে সুযোগ ৩৭ ওভারে ১০ উইকেট তুলে নিয়ে টেস্ট জয় নিশ্চিত করার। আগ্রাসী ফিল্ডিং সেটআপ ও শর্ট স্পেলে চাপে রাখার কৌশল নেওয়ার সম্ভাবনা বেশি।

গল টেস্টের পঞ্চম দিনে ১৮৭ রানের লিড নিয়ে খেলতে নামে বাংলাদেশ। উইকেটে ছিলেন শান্ত ও মুশফিক, দুজনেই শুরু করেন সতর্ক ব্যাটিংয়ে। কিন্তু লাঞ্চের ঠিক আগের বলেই দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন মুশফিকুর রহিম (৪৯)। এ সময় শান্ত সেঞ্চুরি থেকে ছিলেন মাত্র ১১ রান দূরে।

বিরতির পর লক্ষ্য ছিল শান্তর শতক। আন্তর্জাতিক রেকর্ডের পাতায় জায়গা করে নেওয়ার সেই মাহেন্দ্রক্ষণে তিনি খেলেন খুব হিসেব করে ১১ রান তুলতে খরচ করেন ২২ বল। আর তাতেই টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বার দুই ইনিংসে সেঞ্চুরির বিরল কীর্তি গড়েন।

তবে অন্যপ্রান্তে স্পিন সুইংয়ের শিকার হয়ে দ্রুত বিদায় নেন লিটন দাস ও জাকের আলী অনিক। এরপর শান্তর সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন নাইম হাসান। সেঞ্চুরি পূরণের পর শান্ত খেলেন আগ্রাসী মেজাজে। শেষ পর্যন্ত তার অপরাজিত ১২৫ রানের ইনিংসে বাংলাদেশ স্কোর দাঁড় করায় ২৮৫। লিড গিয়ে ঠেকে ২৯৫ রানে।

শান্ত এমন সময় ইনিংস ঘোষণা করেন, যখন বাংলাদেশের হারের সম্ভাবনা নেই বললেই চলে। আর জয়ের জন্য বোলারদের হাতে সময় ও টার্গেট দুটোই যথেষ্ট। এখন দেখার পালা বৃষ্টি ও লঙ্কান ব্যাটারদের দৃঢ়তার ভেতর দিয়ে কী ফল নিয়ে শেষ হয় গল টেস্ট।


এ ক্যটাগরির আরো খবর..