× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

টিআইবির পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করতে পারেনি সরকার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ দশম জাতীয় সংসদ নির্বাচন ছিল বিতর্কিত; নির্বাচনের পরপরই আন্তর্জাতিক মিত্ররাও এমন পর্যবেক্ষণ দিয়েছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দায়িত্ব নিয়েই সে কথা পুনর্ব্যক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।২০১৯ সালের আগে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ক্ষমতাসীনরা বারবার নাকচ করে দিলেও ওই সময় পর্যন্ত সংসদ চলবে না বলে সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ চ্যালেঞ্জ দেন তিনি।  আসাদুজ্জামান রিপন বলেন, ভুয়া বিরোধী দল নয়, বিএনপির সঙ্গে সরকারকে সংলাপে বসতে হবে। কারণ, আইন অনুযায়ী বিএনপিই বিরোধী দল, জাতীয় পার্টি নয়। এমনকি বহির্বিশ্বও বিএনপিকে বিরোধী দল হিসেবে পর্যবেক্ষণ করে।বর্তমান জাতীয় সংসদে বিরোধী দল একটি বাজে নজির হিসেবে চিহ্নিত হয়ে থাকবে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, গত নির্বাচনের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছিলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি। অথচ নির্বাচন কমিশন তাদের ৩০ জন সংসদ সদস্য  ঘোষণা দিয়েছে। বাংলাদেশের জনগণসহ বহির্বিশ্ব তাদের এখনো স্বীকৃতি দেয়নি। তাই সরকারের জন্য মঙ্গল হবে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা দেয়া।

জাতীয় সংসদ পুতুল নাচের নাট্যশালা- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এই মন্তব্যের সঙ্গে একমত  পোষণ করে তিনি বলেন, শুধু বিএনপি নয়, বহির্বিশ্বও দাবি করেছিল বর্তমান সংসদ অবৈধ। আর টিআইবি সেই কথাটি বলেছে। কিন্তু সরকার টিআইবির প্রতিবেদনের বিপক্ষে এখনো পর্যন্ত কোনো চ্যালেঞ্জ করতে পারেনি। এমনকি ওই প্রতিবেদনকে ক্ষমতাসীনরা মিথ্যা বলেও দাবি করেননি। অথচ সরকারের মন্ত্রীরা টিআইপির প্রতিবেদনকে আন্তর্জাতিক চক্রান্ত হিসেবে দেখছেন। তনি বলেন, সরকার সব কিছুতেই ষড়যন্ত্র  খোঁজে। কিন্তু সঙ্কট উত্তোরণের উদ্যোগ গ্রহণ করে না। আর দেশের বর্তমান যে সঙ্কট চলছে তা  থেকে উত্তোরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন।তাই সরকারের প্রতি আমি আহ্বান জানাই, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে সংলাপ ও আলোচনার পরিবেশ  তৈরি করুন। একই সঙ্গে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ গঠনে সহযোগিতা করুন।

তিনি বলেন, টিআইবি যখন সরকারের সমালোচনা করে তখনই ক্ষমতাসীনরা তাদের আয়ের উৎস খোঁজে। কিন্তু সরকারের মন্ত্রী-এমপিদের আয়ের উৎস জনগণকে কখনো অবহিত করা হয় না। তিনি অবিলম্বে মন্ত্রী-এমপিদের আয়ের হিসাব জনগণের সম্মুখে তুলে ধরার আহ্বান জানান।সরকারকে আবারও জাতীয় ঐক্যে ও জাতীয় সংলাপে বসার আহ্বান জানিয়ে রিপন বলেন, বিএনপির  নেতাকর্মীদের মিথ্যা মামলায়  গ্রেপ্তার করে দলের কাযক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। তাই এখনও সময় আছে সংলাপের পরিবেশ  তৈরি করুন।তিনি অভিযোগ করেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিএনপির নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করছেন। কিন্তু আদালত এ পর্যন্ত সারাদেশে বিএনপির ৪২ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। এভাবে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মিলন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম প্রমুখ।

এদিকে, মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন  বলেন, সরকার তার প্রতিশ্র“তি অনুযায়ী সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের বিষয়টিকে প্রায় একুশ মাসেরও বেশি সময় ধরে পাশ কাটিয়ে যাচ্ছেন।‘টিআইবি’র ভাষায় জাতীয় সংসদ -পুতুল নাচের নাট্যশালায় পরিণত হওয়ায় এবং এখানে কোনো প্রকৃত বিরোধী দল না থাকায় টিআইবি’র কঠোর সমালোচনা করেছেন শাসকদলীয় নেতা জনাব মাহবুবুল আলম হানিফ এবং দশম সংসদের চিফ হুইপ। কিন্তু তারা টিআইবি’র পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করতে পারেননি। এবং বলতেও পারেননি যে, টিআইবি অসত্য পর্যবেক্ষণ দিয়েছে। বরং টিআইবি এ সংসদ নিয়ে সত্য উন্মোচন করায় তাদেরকে বিরোধী দলের এজেন্ট পর্যন্ত বলে অসৌজন্য মন্তব্য করেছেন। আমরা এর নিন্দা করি।

বাস্তবতা  মেনে, সব কিছুতে ষড়যন্ত্র না খুঁজে বর্তমান সঙ্কট উত্তরণের পথ বিবেচনায় নিয়ে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সবার মধ্যে ঐক্যমত সৃষ্টি করার পদক্ষেপ নেয়া এবং সেই লক্ষ্যে সব বিরোধীদল ও বিশিষ্ট নাগরিক সমাজের সাথে একটি সংলাপ প্রক্রিয়া সূচনা করা উচিৎ বলে সরকারকে পরামর্শ দিয়েছেন রিপন।তিনি বলেন, ‘এটি অত্যন্ত হাস্যোদ্দীপক  যে, যখনি টিআইবি সরকারের সমালোচনা করে তখনই তাদের আয়ের উৎসের তদন্ত দাবি করা হয়। সরকারে তো তারাই আছেন তাহলে তদন্ত করছেন না কেন?

বর্তমান জাতীয় সংসদ নিয়ে ‘টিআইবি’ যে পর্যবেক্ষণ দিয়েছেন তা কিঞ্চিৎ মাত্র বলে দাবি করে তিনি বলেন, ‘সংসদে ফেক অপজিশন নিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলার কারণে-দেশে সুশাসন নেই, জবাবদিহীতাও নেই। আর সে কারণে সরকারি দলের লোকেরা দেশে নৈরাজ্য বিস্তার করছে এবং তাদের লাগাম টানার শক্তি সরকার ক্রমেই হারিয়ে ফেলছেন।

উল্লেখ্য, পার্লামেন্ট ওয়াচ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে   টিআইবি বলেছে, সংসদে  কোনো প্রকৃত বিরোধী দল নেই। তারা সরকারের কঠোর সমালোচনা থেকে প্রায়শই বিরত থাকে এবং বিনা বিতর্কে অনেক বিলেই অকুণ্ঠ সমর্থন জানায়। এছাড়া এ সংসদে সংসদ সদস্যরা অপ্রাসঙ্গিক কথাবার্তাতেই প্রচুর সময় ব্যয় করেছেন যার ফলে বিপুল সরকারি অর্থ অপচয় হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..