× Banner
সর্বশেষ
অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

ঝিনাইদহ ৭২ কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ১৯ ডিসেম্বর’২০১৬
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোমবার দুপুরে ৭২ কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর  রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষকের মধ্যে কৃষি উপকরণ তুলে দেন। সে সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা নাজমূল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম, মৎস অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।
২০১৬-১৭ অর্থ বছরে রবি মৌসুমে রাজস্ব বাজেটের আওতায় ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের জন্য ৭২ জন কৃষকের মধ্যে ৫৬ জনকে ভুট্রা, ১০ জনকে সরিষা, ৪ জনকে পিয়াজ ও ২ জন বিটি বেগুন প্রদর্শনী প্লট করার জন্য এসব কৃষি উপকরণ প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম জানান, ৫৬ জন ভুট্রা চাষীর প্রত্যককে ডিএপি ৩০ কেজি, এমওপি ১৫ কেজি, বরিক এ্যাসিড দেড় কেজি, দস্তা ২ কেজি, ম্যাগনেশিয়াম সালফেট ১০ কেজি।
১০ জন সরিষা চাষীর প্রত্যকে ইউরিয়া ৪০ কেজি, পটাশ ১৭ কেজি, টিএসপি ৩৫ কেজি, জীপ সার ৩০ কেজি, বরিক এ্যাসিড ২ কেজি, দস্তা সার দেড় কেজি।
২ জন বিটি বেগুন চাষীর প্রত্যকে ইউরিয়া ৪০ কেজি, পটাশ ২৭ কেজি, টিএসপি ১৩ কেজি।
৪ জন পিয়াজ চাষীর প্রত্যকে ইউরিয়া ৫০ কেজি, পটাশ ৩০ কেজি, টিএসপি ৫০ কেজি, জীপসার ২০ কেজি করে প্রদান করা হয়।
উল্লেখ্য কৃষি উপকরণ বিতরণ পূর্বে এক ব্যালী শহর প্রদক্ষিণ করে।

 

 


এ ক্যটাগরির আরো খবর..