ঝিনাইদহ প্রতিনিধি: ১৯ ডিসেম্বর’২০১৬
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোমবার দুপুরে ৭২ কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষকের মধ্যে কৃষি উপকরণ তুলে দেন। সে সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা নাজমূল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম, মৎস অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।
২০১৬-১৭ অর্থ বছরে রবি মৌসুমে রাজস্ব বাজেটের আওতায় ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের জন্য ৭২ জন কৃষকের মধ্যে ৫৬ জনকে ভুট্রা, ১০ জনকে সরিষা, ৪ জনকে পিয়াজ ও ২ জন বিটি বেগুন প্রদর্শনী প্লট করার জন্য এসব কৃষি উপকরণ প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম জানান, ৫৬ জন ভুট্রা চাষীর প্রত্যককে ডিএপি ৩০ কেজি, এমওপি ১৫ কেজি, বরিক এ্যাসিড দেড় কেজি, দস্তা ২ কেজি, ম্যাগনেশিয়াম সালফেট ১০ কেজি।
১০ জন সরিষা চাষীর প্রত্যকে ইউরিয়া ৪০ কেজি, পটাশ ১৭ কেজি, টিএসপি ৩৫ কেজি, জীপ সার ৩০ কেজি, বরিক এ্যাসিড ২ কেজি, দস্তা সার দেড় কেজি।
২ জন বিটি বেগুন চাষীর প্রত্যকে ইউরিয়া ৪০ কেজি, পটাশ ২৭ কেজি, টিএসপি ১৩ কেজি।
৪ জন পিয়াজ চাষীর প্রত্যকে ইউরিয়া ৫০ কেজি, পটাশ ৩০ কেজি, টিএসপি ৫০ কেজি, জীপসার ২০ কেজি করে প্রদান করা হয়।
উল্লেখ্য কৃষি উপকরণ বিতরণ পূর্বে এক ব্যালী শহর প্রদক্ষিণ করে।