স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঝিনাইদহে মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার সকালে শহরের পায়রাচত্বর থেকে মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, ২৩ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সেই সাথে কোন গোষ্টি যেন নির্বাচনকে সামনে রেখে নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।