ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রশিক্ষণ কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক শাহ্ মো: আকরামূল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নাজমূল আহসান, আর্থ লাভার ফার্টিলাইজার (জিটিএস) এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পরিচালক নাসির উদ্দিন ভূইয়া, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা মার্কেটিং অফিসার নুর হোসেন। অনুষ্ঠানে জৈব সার ব্যবহারের উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে আলোচনা করেন বক্তারা।