13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বিপুল পরিমান মেয়াদ উর্ত্তীণ ওষুধ জব্দ

admin
December 18, 2016 7:46 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: ১৮ ডিসেম্বর’২০১৬
ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতাল পরিচালিত ফার্মেসীসহ শহরের বেশ কয়েকটি ফার্মেসীতে অভিযান চালিয়েছে বিপুল পরিমান মেয়াদ উর্ত্তীণ ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট  সোহেল সুলতান জুলকার নাইন কবির।

এই অভিযানে রানা নামের এক ওষুধ ব্যবসায়ী আরাপপুরস্থ বাড়ি থেকে সিকো ফার্মাসিটিউক্যালের বিপুল পরিমান অবৈধ ওষুধ জব্দ করে জরিমানা করা হয়।

এছাড়া ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতাল পরিচালিত ওষুধ ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীণ, ওষুধের গায়ে প্রকৃত মূল্যের থেকে উচ্চ মূল্যের সিল থাকা, ফ্রি সেমপোল, অবৈধ ফুড সাপ্লিমেন্ট রাখার দায়ে ১৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে। এসময় লাইসেন্স না থাকায় জাকির ফার্মেসীকে ১হাজার টাকা জরিমান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ড্রাগ অধ্যাদেশ ১৯৮২ ও ড্রাগ আইন ১৯৪০ মোতাবেক তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ড্রাগ সুপার সাবেরা তাবাসসুম ওয়াহিদ।

http://www.anandalokfoundation.com/