× Banner
সর্বশেষ
অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

ঝিনাইদহে প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের মাধ্যমে নারীর আত্মকর্মসংস্থান প্রকল্পের আওতায় বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা বেড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেশিন বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় যৌথ অগ্রসরমান সৃজক সংস্থা, জাগোর আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাগো’র সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা অফিসের উপ-পরিচালক আব্দুল মতিন, পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, জাগোর নির্বাহী পরিচালক সাজ্জাদুল শরীফ, কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু সাঈদ।
সেসময় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা কানাই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শেফালী খাতুন, উপকারভোগী সামিরা খাতুন, মিনু আক্তার।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে দর্জি বিজ্ঞানে প্রশিক্ষিত ওই এলাকার ১৮ জন দু:স্থ নারীদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..