ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের মাধ্যমে নারীর আত্মকর্মসংস্থান প্রকল্পের আওতায় বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা বেড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেশিন বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় যৌথ অগ্রসরমান সৃজক সংস্থা, জাগোর আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাগো’র সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা অফিসের উপ-পরিচালক আব্দুল মতিন, পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, জাগোর নির্বাহী পরিচালক সাজ্জাদুল শরীফ, কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু সাঈদ।
সেসময় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা কানাই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শেফালী খাতুন, উপকারভোগী সামিরা খাতুন, মিনু আক্তার।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে দর্জি বিজ্ঞানে প্রশিক্ষিত ওই এলাকার ১৮ জন দু:স্থ নারীদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।