13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে জাতীয় পতাকা অবমাননার দায়ে ভ্রাম্যমান আদালতে ৮ ব্যক্তিকে জরিমানা

admin
March 26, 2016 1:47 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা অবমাননার দায়ে ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ১৬শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযানে নামে ভ্রাম্যমান আদালত।

এ সময় জাতীয় পতাকার সঠিক মাপ না থাকা, ছেড়া ও ময়লা পতাকা উত্তোলনের অভিযোগে বিজন সাহাকে ২শ, জিন্নাত আলীকে ২শ, আসাদুজ্জামানকে ২শ, মোয়াজ্জেম হোসেনকে ২শ, দিপংকরকে ২শ, সিরাজুল ইসলামকে ২শ, আকমল হোসেনকে ২শ ও ইকবাল বিশ্বাসকে ২শ সহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করে ১৬শ টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করে ছেড়াকাটা ও ময়লা পতাকা উত্তোলন এবং পতাকার সঠিক মাপ ঠিক না থাকার কারনে ভ্রাম্যমান আদালত ৮ ব্যক্তিকে ১৬ শ টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় কালীগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/