14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Biswajit Shil
November 11, 2019 6:32 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার ভিশন ২০২১ বাস্তবায়ন আমাদের লক্ষ্য’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও ইউডিসি উদ্যোক্তা পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ইউডিসি উদ্যোক্তা পরিষদের সভাপতি অনুপ অধিকারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে উদ্যোক্তাদের আরও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান। পরে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

http://www.anandalokfoundation.com/