13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

admin
December 18, 2018 6:00 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ‘অভিবাসী অধিকার-মর্যাদা ও ন্যায় বিচার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার, টিটিসি’র অধ্যক্ষ রুস্তম আলী প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বিদেশে কর্মরত অবস্থায় মৃত ২ জন শ্রমিকের স্বজনদের মাঝে ক্ষতিপুরণের চেক প্রদাণ করা হয়। পরে টিটিসি’র আয়োজনে সেখানে অনুষ্ঠিত হয় অভিবাসী মেলা।

http://www.anandalokfoundation.com/