× Banner
সর্বশেষ
টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা

জ্বালানি সাশ্রয়ী-স্বাস্থ্যসম্মত চুলা গ্রাম পর্যায়ে পৌঁছাচ্ছে ইডকল

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ রাজধানী এবং অনেক জেলা শহরে প্রাকৃতিক গ্যাস সংযোগ থাকলেও, উপজেলা পর্যায়ের অধিকাংশ গ্রামেই এই সুবিধা নেই। ফলে বাধ্য হয়েই এসব অঞ্চলের বাসিন্দাদের রান্নার কাজে ব্যবহার করতে হয় হাতে তৈরি মাটির চুলা, যা কিনা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায়, ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড – ইডকল, বিশাল এই জনগোষ্ঠীর জ্বালানি ব্যয় সাশ্রয় এবং স্বাস্থ্য রক্ষায়, তাদের হাতে পৌঁছে দিচ্ছে আধুনিক চুলা।

বংশী এবং তুরাগ নদী বেষ্টিত, দ্বীপের মত একটি গ্রাম সাভারের কাউন্দিয়ার মাঝিরদিয়া। রাজধানীর অদূরে হলেও এখানে নেই প্রাকৃতিক গ্যাস সংযোগ। খাবার তৈরিতে রান্নার একমাত্র অবলম্বন চুলা। এখানকার বাসিন্দাদের মতে, হাতে তৈরি চুলার তুলনায় অধিক জ্বালানী সাশ্রয়ী এবং বেশি কার্যকর সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ইডকলের চুলা।

বর্তমানে ১শ’ ৮৯টি উপজেলায় এই কার্যক্রম চালু থাকলেও, ভবিষ্যতে তা সারা দেশে পৌঁছে দেয়া হবে বলে জানান, ইডকল নবায়নযোগ্য জ্বালানির প্রধান কর্মকর্তা মো. এনামুল করিম পাভেল।

ঢাকার বেশ কয়েকটি উপজেলায় এসব চুলা তৈরি, সরবরাহ এবং ব্যবহারকারীদের প্রশিক্ষণের কাজটি করে থাকে ভার্ক। বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ জ্বালানি বিশেষজ্ঞ জুবায়ের কে এম সাদেক জানান, প্রকল্পের সফলতা যাচাই করে, এর মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন তারা।

শুধু বিজ্ঞান সম্মত আধুনিক চুলা নয়, পাশাপাশি বিকল্প জ্বালানি তৈরি এবং তা প্রান্তিক জনগোষ্ঠীর হাতে পৌঁছে দেয়ার পরিকল্পনার কথাও জানান ইডকল এবং বিশ্বব্যাংকের কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..