× Banner
সর্বশেষ
রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন

জোরপূর্বক ধর্মান্তরিত করা হলো হিন্দু কিশোরী আনুশীকে

admin
হালনাগাদ: সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামাবাদ জোরপূর্বক ধর্মান্তরিত হিন্দু নাবালিকা আনুশীকে মুসলমান পুরুষের সঙ্গে থাকার অনুমতি দিল ইসলামাবাদ হাইকোর্ট যা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোশকতা করে সরকার এবং প্রশাসন ফলে পাকিস্তানে অসংখ্য হিন্দু শিশু, নারী, কিশোরীকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় অবলীলায়। আনুশী অভিযোগ করেন তাকে প্রথমে অপহরণ করে জোর করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হয়। ১৫ বছর বয়সী ওই কিশোরী জন্মসূত্রে হিন্দু। ইসলাম ধর্ম গ্রহণ করার পরই তার বিবাহ হয় বিলাওল আলি ভুট্টোর সাথে । ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম হয় মারিয়া ।

আনুশীর মা মেয়েকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন। আনুশীকে তাদের হাতে তুলে দেওয়ার আর্জি জানান । তিনি আদালতে আশঙ্কা প্রকাশ করে বলেন কিছুদিন পর মেয়েকে পরিত্যক্ত করে দেবে বিলাওল আলি ভুট্টো । দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারক শৌকত আজিজ সিদ্দিকি বলেন, ‘আনুশী’ মারিয়াকে ফের ইসলাম থেকে হিন্দু ধর্ম গ্রহণে বাধ্য করা হতে পারে৷ তাই তাকে তার পরিবারের হাতে তুলে না দেওয়া সিদ্ধান্ত বহাল রাখা হল এবং বিচারপতি শৌকত আজিজ সিদ্দিকি স্থানীয় পুলিশকে তাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..