13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত ক্ষমা চাইলে জাতীয় ঐক্যে বাধা নয়

admin
July 15, 2016 6:33 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, একাত্তরের অপরাধের জন্য জামায়াতে ইসলামী প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইলে জঙ্গি ও উগ্রবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ-বিএনপি মিলে জাতীয় ঐক্য সৃষ্টিতে দলটি কোনো বাধা নয়।

একই সঙ্গে দলটি যে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাস করে, তা উল্লেখ করে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করতে হবে বলেও পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের সামনে এসব কথা বলেন জাফরুল্লাহ।

জঙ্গি ও উগ্রবাদের বিরুদ্ধে বিএনপির জাতীয় ঐক্য সৃষ্টির প্রক্রিয়া এগিয়ে নিতে পরিস্থিতি পর্যালোচনা, করণীয় ও পরামর্শ নিতে বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্টজনদের সঙ্গে এই বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সাড়ে ৮টায় বৈঠকটি শুরু হয়ে চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত ।

বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময়ে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হককে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি। তিনি বলেন, ‘আমি কিছুই বলব না। তবে গণআন্দোলন হবে এইটুকুই।’

গণমাধ্যমের সামনে কথা বলেন ডা. জাফরুল্লাহ। জামায়াতকে না ছাড়লে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য নয়, ক্ষমতাসীনদের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘দেশের ইসলামিক দল আরো ১০টা আছে। ১৯৭১ সালে কোনো কোনো রাজনৈতিক দল বলাৎকারকে শরিয়ত সম্মত বলেছে। তারা যদি থাকে জামায়াত কী দোষ করেছে?’

তিনি বলেন, ‘দলটির পিতৃপুরুষেরা যে অন্যায় করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে; তাদের আবার ক্ষমা চাইতে হবে। যদিও গোলাম আযম সাহেব একবার ক্ষমা চেয়েছে। তবে প্রশ্ন উঠেছে, জামায়াত দলীয়ভাবে ক্ষমা চায়নি। আমার সাজেশন হলো, দলে বর্তমানে যারা আছে তাদের পূর্বপুরুষের জন্য দলীয়ভাবে ক্ষমতা চাইবে। … তাদের কার্যকলাপের জন্য। তারা যে মুক্তিযুদ্ধের চেতনায় ও আদর্শে বিশ্বাস করে তা উল্লেখ করবে। মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করবে।’

জাফরুল্লাহ বলেন, ‘৯১ সালে পাশাপাশি থেকে যেভাবে আন্দোলন হয়েছিল, সেটাও হতে পারে। কিন্তু এভাবে জঙ্গির নাম করে জনগণের সঙ্গে ভাওতাবাজি করা যাবে না। আর বিচার বিভাগীয় তদন্ত হতে হবে। ১২ ঘণ্টা করে চুপ বসে থেকে এত লোকের মৃত্যু এবং একজনকেও জীবিত ধরেনি!”

বর্ষা মৌসুম শেষ হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের বিভিন্ন জেলা সফর করবেন জানিয়ে জাফরুল্লাহ আরো বলেন, ‘জনগণের গণআন্দোলন গড়ে উঠবে। তিনি বিভিন্ন জেলা সফর করবেন, যাতে দেশবাসীকে বুঝিয়ে বলা যায়।’

বাংলাদেশে সৃষ্ট সার্বিক সংকটের জন্য ভারতকে দায়ী করে তিনি বলেন, ‘আজকে আমার সমস্যা আমার প্রতিবেশী। আজকে আমার ওপর দিয়ে লাইন যাবে অথচ আমি বিদ্যুৎ পাব না। যমুনা ক্রস (অতিক্রম) করতে আমাকে ৭০০ টাকা দিতে হয়, অথচ ভারত ট্রানজিটের বিনিময়ে প্রতি কিলোমিটারে মাত্র ১৯ পয়সা দেবে; এটার অবসান হতে হবে।’

দেশের এই ক্রান্তিকালে রামপাল বিদ্যুৎ কেন্দ্র চুক্তিও হওয়াকে অযৌক্তিক বলে এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি।

বৈঠকে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘বিভিন্নভাবে জাতীয় ঐক্য সুদৃঢ় করার পরামর্শ দিয়েছি। এটি জাতীয় পর্যায়ের ব্যাপার। সেজন্য গোটা জাতি মিলেই জাতীয় ঐক্য গঠন করা হবে। সব দল-মতের ব্যক্তিবর্গ একসঙ্গে মিলে এই যে মস্তবড় উপদ্রব বা সংকট, এ থেকে উত্তরণে জাতীয় পর্যায়ে ঐক্যমত্য গড়া সম্পর্কে আলোচনা হয়েছে।’

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রবীন ব্যারিস্টার রফিকুল হক ছিলেন।

এ ছাড়া সাংবাদিক ও বিশিষ্টজনদের মধ্যে রুহুল আলম চৌধুরী, রাজিয়া আক্তার বানু, মোস্তাহিদুর রহমান, আমজাদ হোসেন, গাজী মাযহারুল আনোয়ার, মহিউদ্দিন আলমগীর (সম্পাদক দৈনিক নয়াদিগন্ত), এ জেড এম তাহমিনা, আমির খসরু, আবুল আসাদ (সম্পাদক দৈনিক সংগ্রাম), ড. সদরুল আমিন, ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, ড. বোরহান উদ্দিন খান, আ ফ ম ইউসুফ হায়দার, আ ন হ আকতার হোসেন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আনোয়ারুন-নবী বাবলা, কৃষিবিদ হাসান জাফরি তুহিন, শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, এ এস এম আবদুল হালিম, সুজাউদ্দিন আহমেদ, আবদুল কাইয়ুম, খন্দকার মাহবুব হোসেন, সানাউল্লাহ মিয়া, বোরহান উদ্দিন, ড. মামুন আহমেদ, ড. ওবায়েদ, আবদুল আউয়াল মিন্টু, সাবিহ উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন।

এর আগে বুধবার জাতীয় ঐক্য প্রক্রিয়া নিয়ে দলের শীর্ষ নেতা এবং ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া।

http://www.anandalokfoundation.com/