× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

ডেস্ক

জাবিকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তা দেন এমবাপে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জাবিকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তা

রিয়াল মাদ্রিদের সঙ্গে জাবি আলোনসোর সাত মাসের অধ্যায়। বহিষ্কার হওয়ার গুঞ্জন ছিল বেশ কদিন ধরেই। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকোতে হারের একদিন পর আসে ঘোষণা। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, ধারাবাহিকতা আর ছন্দের অভাব ছাড়াও দলে তারকা ফুটবলারদের সঙ্গে রেষারেষির কারণেই মূলত এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। কোচের বিদায়ের ঘোষণার পর সান্তিয়াগো বার্নাব্য’এর ফুটবলারার জাবির উদ্দেশ্যে বিদায়ী বার্তা দিয়েছেন।

এমবাপে লিখেছেন, ‘সময়টা যদিও ছোট ছিল, তবে আপনার জন্য খেলতে পারা এবং আপনার কাছ থেকে শেখা সত্যিই আনন্দের ছিল। প্রথম দিন থেকেই আমাকে আত্মবিশ্বাস দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনাকে মনে রাখব এমন একজন ম্যানেজার হিসেবে, যার স্পষ্ট ধারণা ছিল এবং ফুটবল সম্পর্কে অনেক কিছুই জানতেন যিনি। আপনার পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা।’

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সাবেক হয়ে যাওয়া জাবিকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তা দেন এমবাপে। ফরাসি তারকা এই ফরোয়ার্ড বলছেন যে তাদের পথচলা সংক্ষিপ্ত ছিল, তবে আলোনসোর প্রভাব দলের ওপর স্পষ্টভাবে লক্ষ্য করা গিয়েছে।

রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার অরলিয়েন চৌআমনি আলোনসোকে ‘সর্বোৎকৃষ্ট কোচদের একজন’ হিসেবে উল্লেখ করলেন। আর আর্দা গুলের একটি আবেগঘন বার্তা শেয়ার করলেন, যেখানে কোচের তার উন্নয়নে প্রভাব তুলে ধরা হয়। তুর্কি এই মিডফিল্ডার লিখেছেন, ‘প্রতিটি আলাপ, সব খুঁটিনাটি, প্রতিটি অনুরোধ আমাকে আমার খেলার মান উন্নয়নে সাহায্য করেছে। আপনার বিশ্বাস আমাকে আরও ভালো খেলোয়াড় বানিয়েছে। আপনার প্রভাব চিরকাল আমার সঙ্গে থাকবে।’

স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সুপার কাপের ফাইনালের শেষে ‘গার্ড অব অনার’ কাণ্ডেই নাকি বেশ মণক্ষুণ্ণ হয়েছেন জাবি। চ্যাম্পিয়ন বার্সাকে সম্মান জানানোর প্রথা হিসেবে রিয়াল মাদ্রিদের কোচ কিলিয়ান এমবাপে-ভিনিসিয়ুস জুনিয়রদের গার্ড অব অনার দিতে বলেছিলেন।

 কিন্তু জাবির সেই নির্দেশনা না মেনে উল্টো সতীর্থদের নিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন এমবাপে। আর শিষ্যের এমন কাণ্ডেই নাকি জাবির রিয়াল ছাড়ার সিদ্ধান্তের অন্যতম কারণ।

গুঞ্জন ছিল লস ব্লাঙ্কোসের তারকা ফুটবলাররা জাবির কোচিংয়ে সন্তুষ্ট ছিলেন না। ভিনিসিয়ুস জুনিয়র তো প্রকাশ্যেই স্প্যানিশ এই কোচের ওপর ক্ষোভ ঝাড়েন। জাবি থাকলে চুক্তি না নবায়ন না করারও হুমকি দিয়ে রেখেছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। তাতে ক্লাবের ভেতরে বাহিরের সব চাপ সামাল দেওয়া বেশ কঠিন হয়ে পড়ে জাবির জন্য।

স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়াকে। জাবির বিদায়ের পরপরই নতুন কোচের নাম ঘোষণা করে ক্লাব কর্তৃপক্ষ। ২০২৫ সালের জুন থেকে রিয়ালের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ হিসেবে কাজ করছিলেন আরবেলোয়া।


এ ক্যটাগরির আরো খবর..