13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় কবির সমাধিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

Rai Kishori
August 27, 2019 12:18 pm
Link Copied!

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৩তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ২৭ আগস্ট মঙ্গলবার সকালে ঢাকাস্থ কবির সমাধিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এরপর কবির সমাধি প্রাঙ্গণে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী, নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ শরীফুল ইসলাম, সংগঠনের সদস্য মোঃ আনোয়ার হোসেন, পলাশ চৌধুরী, মোঃ হুমায়ুন কবির হিমু, আনোয়ার হোসেন আনু প্রমুখ।

সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, কবি কাজী নজরুল ইসলাম আজীবন শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির জন্যে কাজ করেছেন। মানবতার মুক্তির পাশাপাশি ধর্মান্ধতা, কুসংস্কার ও সকল অপরাধের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। বাঙালি জাতি সকল আন্দোলন-অর্জনে তিনি প্রেরণা যুগিয়েছেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে ও জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে। জঙ্গী-সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে নজরুল চর্চা বাড়াতে হবে। পাঠ্যপুস্তকে নজরুল বিষয়ক লেখা আরো অধিক অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, কবি কাজী নজরুলের রচনাবলি বিভিন্ন ভাষায় অনুবাদ করে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে।

http://www.anandalokfoundation.com/