বাংলাদেশ সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে। পুরস্কারের জন্য ২৮ ক্যাটেগরিতে ৩০ চলচ্চিত্র, বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে নির্বাচন করা হয়েছে। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আজীবন সম্মাননার জন্য চলচ্চিত্রকার তারেক মাসুদ, চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে যুগ্মভাবে নির্বাচন করা হয়েছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র ক্যাটেগরিতে কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন)-এর সাঁতাও; শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চৈত্রালী সমদ্দারের মরিয়ম এবং শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র এলিজা বিনতে এলাহী এর লীলাবতী নাগ: দ্য রেবেল নির্বাচিত হয়েছে।
শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে আহাম্মেদ ফজলে রাব্বি আফরান নিশো (সুড়ঙ্গ), শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে আইনুন নাহার পুতুল (সাঁতাও); শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে মনির আহাম্মেদ (শাকিল) (সুড়ঙ্গ); শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন) নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খলচরিত্রে খন্দকার রশিদ আহমেদ (আশীষ খন্দকার) (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন); শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ); শ্রেষ্ঠ শিশু শিল্পী মোঃ লিয়ন (আম কাঁঠালের ছুটি) এবং শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার আরিফ হাসান আনাইরা খান (আম কাঁঠালের ছুটি) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এ শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন সাঁতাও চলচ্চিত্রের জন্য কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন)। এছাড়া, শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন (ইমন চৌধুরী) (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন); শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হাবিবুর রহমান (লাল শাড়ি চলচ্চিত্র), শ্রেষ্ঠ গায়ক কাজী মোঃ আলী জাহাঙ্গীর বালাম (প্রিয়তমা), শ্রেষ্ঠ গায়িকা অবন্তী দেব সিঁথি (সুড়ঙ্গ); শ্রেষ্ঠ গীতিকার মোঃ অলিউল্লাহ (সোমেশ্বর অলি) (প্রিয়তমা); শ্রেষ্ঠ সুরকার মুনির মাহমুদ প্রিন্স (প্রিন্স মাহমুদ) (প্রিয়তমা); শ্রেষ্ঠ কাহিনিকার ফারুক হোসেন (প্রিয়তমা); শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মোঃ নিয়ামুল হাসান (নিয়ামুল মুক্তা) (রক্তজবা) নির্বাচিত হয়েছেন।
সুড়ঙ্গ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে রায়হান রাফী চৌধুরী (রায়হান রাফী) ও সৈয়দ নাজিম উদ দৌলা যুগ্মভাবে মনোনীত হয়েছেন। এছাড়া, শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে মোঃ সালাহ উদ্দিন আহমেদ বাবু (ওরা সাত জন), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ); শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সুমন কুমার সরকার (চলচ্চিত্র); শ্রেষ্ঠ শব্দগ্রাহক সুজন মাহমুদ (সাঁতাও); শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা বীথি আফরীন (সুড়ঙ্গ); শ্রেষ্ঠ মেক-আপম্যান সবুজ (প্রিয়তমা) নির্বাচিত হয়েছেন।