বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ফেসবুক স্রষ্টা মার্ক জাকারবার্গ ছোট্ট ম্যাক্সকে নিয়ে দারুন উপভোগ্য সময় কাটাচ্ছেন। গতকাল ফেসবুকে কন্যার সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজেই একথা জানিয়েছেন।
দেখতে দেখতে ১০ দিন হয়ে গেল জাকারবার্গ-প্রিসিলা চ্যানের সন্তান ম্যাক্সের বয়স। ফেসবুক স্রষ্টার রাজকন্যার মুখ দেখতে গোটা বিশ্ব এতদিন মুখিয়ে ছিল। এ বার নিজের ফেসবুক ওয়ালে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন জাকারবার্গ।
ছবিতে দেখা যাচ্ছে মেয়েকে নিয়ে শুয়ে রয়েছেন জাকারবার্গ। ছবির ক্যাপশন- ‘ফুল অফ জয় উইথ লিটল ম্যাক্স।’ রাত পৌনে একটায় পোস্ট করা এই ছবি এখন ফেসবুকে ভাইরাল।