14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বর্তমানে পশ্চিমবঙ্গে জয়ের মুখে তৃণমূল

Link Copied!

বর্তমানে পশ্চিমবঙ্গের একাধিক আসনে জয়ের মুখে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। সপ্তম দফার ভোটের পর একাধিক সংবাদমাধ্যমের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছিল নানান বুথ ফেরত সমীক্ষা। এর মধ্যে সিংহভাগ সমীক্ষাতেই দাবি করা হয়েছিল, এবার বাংলায় গেরুয়া ঝড় উঠতে চলেছে। পদ্মের ঠ্যালায় রীতিমতো বেসামাল হয়ে যাবে জোড়াফুল। তবে মঙ্গলবার ভোটগণনা শুরু হতেই দেখা গেল ওলটপালট হয়ে গিয়েছে সকল হিসেবনিকেশ।

 ইতিমধ্যেই কৃষ্ণনগরে জিতে গিয়েছেন জোড়াফুল প্রার্থী মহুয়া মৈত্র। আসানসোলেও জয়ী হয়েছেন জোড়াফুল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সেই সঙ্গেই ব্যারাকপুর, বর্ধমান পূর্ব, বহরমপুর, যাদবপুর সহ বাংলার একাধিক আসনে জয়ের দিকে এগোচ্ছেন জোড়াফুল প্রার্থীরা।

সব মিলিয়ে, বুথ ফেরত সমীক্ষায় যা দেখানো হয়েছিল, গণনার পর দেখা যাচ্ছে তা একেবারেই মেলেনি। উল্টে শেষ ট্রেন্ড অনুযায়ী, বাংলার ৪২টি আসনের মধ্যে ২৯টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। দলের এই পারফরম্যান্সে দারুণ খুশি তৃণমূলের কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই রাজ্যের নানান জেলায় সবুজ আবীর দিয়ে উদযাপন শুরু হয়ে গিয়েছে।

http://www.anandalokfoundation.com/