13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জনস্রোতে পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

admin
January 16, 2016 4:45 pm
Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জনস্রোতে পরিণত হয়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলার ১৬তম দিনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সকাল থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করে। দুপুর গড়িয়ে বিকেলে মেলা প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় আগতদের ভিড় বাড়তে থাকে। এ ভিড় ছাপিয়ে বিজয়স্বরণী, সংসদ ভবন এলাকায় পৌঁছায়।

মেলায় গিয়ে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতা সবাই কেনা-কাটায় ব্যস্ত। সবার হাতেই নানা পণ্য। তবে মেলাফেরত এসব মানুষের হাতের পণ্যের মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়েছে গৃহস্থালি পণ্য। এর মধ্যে প্লাস্টিকের পাশাপাশি রয়েছে প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ নানা ধরণের ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক গৃহস্থলি পণ্য।

বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি আরএফএল, বেঙ্গল প্লাস্টিক, ওয়ালটন, সিঙ্গারসহ নামি-দামি ব্র্যান্ডের পণ্য বেশি বিক্রি হচ্ছে মেলাতে।

মেলায় ক্রেতা-চাহিদার শীর্ষে গৃহস্থালি পণ্যের। ওয়ালটন, আরএফএল, বেঙ্গল, পারটেক্স, আকতার ফার্ণিচার, নাভানাসহ বিভিন্ন গৃহ সামগ্রির স্টল ও প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। এ ছাড়া মেলায় এসেছে তরুণ-তরুণী ও বিভিন্ন বয়সের দর্শনার্থীও।

দর্শনার্থীরা জানান, বছরে একবার বাণিজ্য মেলার আয়োজন হওয়ায়, কোম্পানিগুলো মেলাকে কেন্দ্র করে নতুন নতুন ডিজাইনের পণ্য নিয়ে আসে। যা বছরের অন্য সময়ে পাওয়া যায় না। নতুন ডিজাইনের পণ্য থাকায় এসব পণ্যের চাহিদা বেশি।

পারটেক্স ফার্নিচারের ব্যবস্থাপক (মেলা) অশক কুমার জানান, এ বছর মেলায় ব্যতিক্রমি ডিজাইনের ফার্নিচার আনার চেষ্টা করেছি। নতুন এসব পণ্যে রয়েছ ছাড়ের ব্যবস্থা। মেলা উপলক্ষে ২০শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা। এ ছাড়া বাসায় পৌঁছে দেয়ার সুবিধাও দেয়া হচ্ছে। প্রতিটি পণ্যের এক বছরের ওয়ারেন্টি এবং ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে ১ জানুয়ারি শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

http://www.anandalokfoundation.com/