× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

ঝিনাইদহ প্রতিনিধি

জনবল সংঙ্কটসহ নানান সমস্যায় জর্জরিত মহেশপুর হাসপাতাল কাঙ্খিত সেবা পাচ্ছে না সাধারণ মানুষ

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ৫ মে, ২০২৩
মহেশপুর হাসপাতাল

মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৪ লাখ মানুষের বসবাস। এই বিশাল জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মাত্র একটি ৫০ শয্যা বিশিষ্ট মহেশপুর সরকারি হাসপাতাল। জনবল সংঙ্কটের পাশা-পাশি হাসপাতালটি নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। ফলে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ উপজেলা মানুষ। একটু জটিল রোগী আসলেই সাথে সাথে যশোর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালটিতে নার্স ও অন্যান্য কর্মচারী মিলে এক’শ পদে বিপরীতে আছে মাত্র ৩৬ জন। যেখানে ৬৪ পদই খালি।
বিশাল এই জনবল সংঙ্কটের কারণে খুড়িয়ে খুড়িয়ে চলছে হাসপাতালটি। ছাড়াও হাসপাতালটিতে কাঙ্খিত সেবা না পাওয়া, টেন্ডারের ঘাপলা, রোগীদের নিম্নমানের খাদ্য সরবরাহ, ব্যবহার অযোগ্য টয়লেট, নিম্নমানের ঔষধ সরবরাহ ও বহিরাগতদের দৌরাত্ম বৃদ্ধির অভিযোগ রয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এসব সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
তথ্য নিয়ে জানা যায়, হাসপাতালে ২১জন ডাক্তারের বিপরীতে সেবা দিচ্ছেন মাত্র ৬জন ডাক্তার। ৫জন পরিচ্ছন্ন কর্মীর জায়গায় একজনও নেই। অফিস সহকারী কাম কম্পিউটার পদে ৩জন থাকার কথা থাকলেও সেই পদ শূন্য। সহকারী সেবিকা একজনও নেই। দুই নার্সে জায়গায় খালি। ৩ জন ওয়ার্ড বয়ের জায়গায় একজনও নইে।
অভিযোগ করে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন বলেন, আমি নিজে রোগী নিয়ে আসলেও হাসপাতালে কাঙ্খিত সেবা পাইনি।
হাতপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ বলেন, হাসপাতালের অনিয়ম দূর্নীতি বেড়ে গেছে। রোগীরা সেবা পাচ্ছে না, রোগীদের নিম্নমানের খাদ্য দেওয়া হয়, টয়লেট ব্যবহারের অযোগ্য, মান সম্পন্ন ঔষধের ঘাটতি রয়েছে। এছাড়াও তিনি বলেন হাসপাতালে বহিরাগতদের দৌরাত্ম বেড়েছে। স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হেদায়েত বিন মোহাম্মদ সেতু বলেন, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংঙ্কট রয়েছে। বছর মেয়াদে এসব লোক নেওয়া হয়। মেয়াদ শেষ হওয়ায় জনবল সংঙ্কট দেখা দিয়েছে। তবে এ মাসের মধ্যে এ সমস্যা সমাধান হযে যাবে। পাশে কপোতাক্ষ নদ খনন করার মাটিপড়ে ড্রেন গুলো বন্ধ হয়ে গেছে। যেকারণে হাসপাতালের নোংরা পানি নিষ্কাশন হচ্ছে না। এছাড়া চাহিদা মত ঔষধ সরবরাহ না থাকায় সঠিকভাবে চিকিৎসা দেওয়া যাচ্ছে না।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি শফিকুল আজম খান চঞ্চল বলেন, হাসপাতালের কোন অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না। বহিরাগত কেউ প্রভাব বিস্তার করলে তা শক্ত হাতে দমন করতে হবে। উপজেলার স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে কাজ করে হবে।


এ ক্যটাগরির আরো খবর..