13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিবাদকে না বলার আহ্বান

admin
July 17, 2016 5:19 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া জঙ্গিবাদকে না বলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে তা মোকাবিলার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক’ এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এটি আইনশৃঙ্খলার সমস্যা না, সামাজিক ও বৈশ্বিক সমস্যা। আমরা এ সমস্যা মোকাবিলার চেষ্টা করছি। গুলশানের ঘটনায় আমার সামনে দুজন সহকর্মী মারা গেছেন। ২৬ জন স্প্লিন্টারের আঘতে আহত হয়েছেন।’

তিনি বলেন, ‘সমালোচনা না করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গিবাদকে না বলতে হবে। যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়, তাদের মোকাবিলা করতে হবে। একসময় শোনা যেত মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে। কিন্তু এখন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও জঙ্গি তৈরি হচ্ছে, এটাই বাস্তবতা। এটাকে অস্বীকার করা যাবে না।’

ডিএমপি কমিশনার আরো বলেন, ‘স্কুল-কলেজ শুরুর আগে ও পরে ওই প্রতিষ্ঠানের আশপাশে একশ্রেণির লোক ধর্মীয় শিক্ষার নামে ধীরে ধীরে জঙ্গিবাদের দিকে ধাবিত করে। এ জন্য অভিভাবকদের লক্ষ রাখা উচিত তার সন্তান কোথায় যায়, কার সঙ্গে সময় কাটায়। একই সঙ্গে দেশে সংস্কৃতির চর্চা বৃদ্ধি করা জরুরি।’

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে সভায় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন।

http://www.anandalokfoundation.com/