চট্টগ্রাম প্রতিনিধিঃ নাশকতার পরিকল্পনার অভিযোগে নগরীর বাকলিয়ায় চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দু’জনের মধ্যে আছেন ইসমাইল হোসেন (৩০) এবং শাহদুর রশিদ (২৯)। ইসমাইলের বাড়ি সাতকানিয়ায়। তিনি ২০১১-২০১২ সালে চট্টগ্রাম মহানগর (উত্তর) শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
শাহদুরের বাড়ি বাঁশখালীতে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের দায়িত্বশীল পদে আছেন বলে জানিয়েছেন ওসি।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেপ্তার হওয়া দু’জন শিবিরের উচ্চপর্যায়ের সংগঠক। তাদের কাছ থেকে বিজ্ঞান কলেজ, খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়সহ এরকম বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং সেখানে টাকা বিতরণের নথিপত্র পাওয়া গেছে।
ইসমাইলের বিরুদ্ধে কোতয়ালি থানায় নাশকতার অভিযোগে চারটি মামলা আছে। শাহদুরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ২২ টি মামলার তথ্য এ পর্যন্ত পুলিশ পেয়েছে।
তাদের নাশকতার পরিকল্পনার অভিযোগে গত সপ্তাহে বাকলিয়া থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ওসি জানান।