13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের তালা ঢাবির বিভিন্ন একাডেমিক ভবনে

admin
July 24, 2016 10:56 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: অর্থ পাচার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় সংসদের ডাকা ধর্মঘটের সর্মথনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন একাডেমিক ভবনে তালা দিয়েছে জাতীয়তাবদী ছাত্রদল।

রোববার ভোরে এ তালা দেওয়া হয়। এরপর সকাল ৭টার দিকে তালাগুলো ভেঙে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ধর্মঘটের সর্মথনে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, এনেক্স ভবন, মোকাররম ভবন বিজ্ঞান ভবন, প্রক্টর অফিস ও বিভিন্ন বিভাগের ডিন অফিসে তালা দেয় ছাত্রদল কর্মীরা। অন্যদিকে কলা ভবন ও সামাজিক বিজ্ঞান ভবনের তালাসমূহে সুপার গ্লু দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তালাগুলো ভেঙে দেয়।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক আক্তার হোসেন বলেন, ‘ধর্মঘটের সমর্থনে সকালে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের সামনে অবস্থান নিয়েছি। প্রক্টর অফিস, বিভিন্ন বিভাগের ডিন এবং একাডেমিক ভবনগুলোতে তালা দিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ জানান, ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনে তালা দিয়েছে। সকালে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে।

এদিকে ছাত্রদলের ধর্মঘট থাকলেও পূর্বঘোষিত বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং ক্লাসসমূহ অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে ধর্মঘটের সর্মথনে শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কার্জন হলে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের এক নেতাকে ধরে পুলিশে দেয় ছাত্রলীগ।

http://www.anandalokfoundation.com/