এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় দেবীগঞ্জে গ্রামীণ হতদরিদ্র মহিলাদের ছাগল পালনের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় দেবীগঞ্জ উপজেলার ১০ নং চেংঠীহাজরাডাঙ্গা ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বিনামুল্যে ছাগল বিতরণ ও ভ্যাসকিন ক্যাম্প ১৯মে বৃহস্পতিবার ফেডারেশন চত্বরে অনুষ্ঠিত হয়।
চেংঠীহাজরাডাঙ্গা সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল করিম এর সভাপতিত্বে ছাগল বিতরণ ও ভ্যাসকিন ক্যাম্পের আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রাজ্জক।
বিশেষ অতিথির বক্তব্য ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান, জেলা সমাজকল্যাণ ফেডারেশন সমন্বয় কমিটির সভাপতি দবিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরডিআরএস উদ্ধর্তন কর্মকর্তা শাফকাতুল আলম, উপজেলা কর্মকর্তা করিমুল হক, চেংঠীহাজরাডাঙ্গা ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হরিপদ রায়, ক্যাশিয়ার মহেষ চন্দ্র রায়, উপকারভোগী সদস্য সুখী হাজদা ও বুলবুলি বেগম প্রমুখ।
এ সময় উপকারভোগী একশত জন সদস্যদের মাঝে একশতটি ছাগল, ভ্যাকসিন ক্যাম্প ও প্রতিবন্ধী রবি হাজদার হাতে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়।