14rh-year-thenewse
ঢাকা আজ বুধবার আগস্ট 13, 2025
আজকের সর্বশেষ সবখবর

চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানিকালে আইনজীবী টিএম আকবরের মৃত্যু

admin
October 5, 2017 10:24 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানিকালে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট টিএম আকবর মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুরান ঢাকার বকশীবাজারস্থ অস্থায়ী ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতে এই ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ওই মামলার অপর আসামী ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানের পক্ষে তিনি দুদকের উপ-পরিচালক নূর আহমেদকে জেরা করতে যান। বেলা সাড়ে ১১টা থেকে তিনি ওই কর্মকর্তাকে জেরা শুরু করেন। জেরার এক পর্যায়ে তিনি অসুস্থতাবোধ করে ফ্লোরে পড়ে যান। তাৎক্ষনিকভাবে শাহবাগস্থ বারডেম হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ আইনজীবী অসুস্থ হয়ে পড়ার পর বিচারক ড. মোঃ আকতারুজ্জামান এজলাস থেকে নেমে যান এবং পরবর্তীতে মৃত্যুর খবর আসার পর শুনানি আগামী ১২ অক্টোবর পর্যন্ত মূলতবি করেন।

এর আগে এদিন মামলার প্রধান আসামী খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে থাকায় তার পক্ষে সময়ের আবেদন করা হয়। যা আদালত মঞ্জুর করেন।

এর আগে এই কর্মকর্তাকে গত ১৪ ও ২১ সেপ্টেম্বর খালেদা জিয়ার পক্ষে জেরা করে আইনজীবী আমিনুল ইসলাম। উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এ মামলার আসামী বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

অন্যদিকে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামী করা হয়।

উভয় মামলায় খালেদা জিয়াসহ অপর আসামীদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় চার্জ গঠন করেন।

http://www.anandalokfoundation.com/