13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেল মিলান

ডেস্ক
March 9, 2023 10:37 pm
Link Copied!

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে এসি মিলানের সাথে গোলশুন্য ড্র করে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে টটেনহ্যাম। গতকাল  রাতে  লন্ডনে অনুষ্ঠিত ম্যাচ শেষে টটেনহ্যামের কোচ এন্টোনিও কন্টে বলেছেন ইউরোপিয়ান পরাশক্তি হিসেবে গড়ে উঠতে স্পার্সদের আরো কিছুটা সময় লাগবে।

ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ থেকে বিদায়ের পাশাপাশি এফএ কাপের আশাও শেষ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে টটেনহ্যামের ১৫ বছরের শিরোপা খরা আরো এক মৌসুমের জন্য বৃদ্ধি পেল। টাচলাইনে কন্টে ফিরে আসাও ছন্দহীন টটেনহ্যামের আক্রমনকে উজ্জীবিত করতে পারেনি। তার উপর দুই হলুদ কার্ডের কারনে ক্রিস্টিয়ান রোমেরো মাঠ ত্যাগে বাধ্য হলে শেষ ১২ মিনিট স্বাগতিকদের ১০জন নিয়ে খেলতে হয়েছে।

ম্যাচ শেষে হতাশ কন্টে বলেছেন, ‘সত্যিই আমি সমর্থকদের কাছে দু:খ প্রকাশ করছি। আজ আমরা জয়ের খোঁজ করতে পারিনি। এই মাঠে কোন একদিন শিরোপা আসবে, এ যেন কল্পনাও করতে পারছি না। আমাদের অবশ্যই নিজেদের গড়ে তুলতে হবে, ধৈর্য্য ধরতে হবে। টটেনহ্যামের জয়ের জন্য সমর্থকরা আর বেশীদিন ধৈর্য্য ধরে রাখতে পারছে না, বিষয়টা আমি বুঝি।’

২০১২ সালের পর এই প্রথমবারের মত এসি মিলান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো। মিলানের অভিজ্ঞ স্ট্রাইকার অলিভার গিরুদ বলেছেন, ‘এই জয়টা আমাদের প্রাপ্য ছিল। যদিও আজ আমরা গোল আদায় করতে পারিনি। কিন্তু তারপরও আমরা গতি, শক্তিমত্তার প্রমান দিয়েছি। আজ আমাদের জয় পাওয়া  উচিৎ ছিল।’

লন্ডন শহরে যানজটের কারনে দুই দল দেরীতে স্টেডিয়ামে পৌঁছানোর কারনে ম্যাচটি নির্ধারিত সময়ের তুলনায় ১০ মিনিট পরে শুরু হয়। পিত্তথলির অস্ত্রোপচারের কারনে প্রথম লেগে অনুপস্থিত কন্টে কাল দ্বিতীয় লেগের ম্যাচে টটেনহ্যামের ডাগ আউটে ফিরেছিলেন। স্বভাবজাত বিদ্বেষী মনোভাব পোষন করে ক্লেমেন্ট লেঙ্গেলেটের হলুদ কার্ডের বিরোধীতা করে এই ইতালিয়ানকে ২১ মিনিটে হলুদ কার্ড দেখতে হয়েছে। যদিও মাঠে তার শিষ্যরা কোন পজিশনেই নিজেদের মেলে ধরতে পারেনি।

এ নিয়ে শেষ সাত ম্যাচে টটেনহ্যাম মাত্র একটিতে জয়ী হয়েছে। এর মধ্যে এফএ কাপে দ্বিতীয় টায়ারের দল শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে পরাজয়ের ম্যাচটিও রয়েছে। চলতি মৌসুমের পরেই কন্টের সাথে টটেনহ্যামের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। মৌসুম শেষে ক্লাব ছেড়ে যাবার বিষয়টি নিয়ে খুব একটা আলোচানা শোনা যায়নি কন্টের মুখে। কন্টে বলেছেন, ‘পরিস্থিতি একেবারে স্পষ্ট। টটেনহ্যামের কোচ হিসেবে আমি এক বছর তিন মাস কাজ করেছি। সবসময়ই আমি একটি কথাই বলে আসছি আমাকে সময় দিতে হবে। কারন আমার কাছে মনে হয় প্রতিদ্বন্দ্বীতামূলক প্রতিযোগিতায় জেতার মত শক্ত ভিত এই দলের নেই। এই মুহূর্তে ক্লাব খুব ভালভাবেই আমার পরিকল্পনা সম্পর্কে জানে। চেয়ারম্যান ও স্পোর্টিং ডিরেক্টরের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে তাদের আমি আমার পরিকল্পনার কথা জানাইনি। এখন আমাদের মৌসুম শেষ হয়ে গেছে। টটেনহ্যামের সাথে কাজ করতে পেরে আমি খুশী। কিন্তু দিনের শেষে আমাদের সবাইকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’

মিলানের কারনেই কাল আরো একটি পরাজয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্পার্সরা। প্রথম লেগে একমাত্র গোলটি করেছিলেন ব্রাহিম দিয়াজ। কাল আরো একবার এই স্প্যানিশ মিডফিল্ডার মিলানকে এগিয়ে দেবার সুযোগ পেয়েছিলেন। বক্সের ভিতর বল নিয়ে ঢুকে গোলরক্ষক ফ্রেসার ফর্স্টারকে একা পেয়েও গোল আদায় করতে পারেননি। ২৫ মিনিটে পিয়েরে এমিলে হোবার্গের শট রুখে দিয়ে মাইক মেইগনান মিলানকে রক্ষা করেছেন। শেষ ২০ মিনিট আক্রমনভাগে চারজন নামিয়ে কন্টে আগ্রাসী কৌশল অবলম্বন করেছিলেন। হ্যারি কেন, ডিয়ান কুলুসেভিস্কি ও সন হেয়াম-মিনের সাথে ৭০ মিনিটে যোগ দেন রিচার্লিসন। কিন্তু তারপরও সফল হতে পারেননি স্পার্স বস। স্টপেজ টাইমে কেনের একটি শট সহজেই রক্ষা করেন মেইগনান। তার আগেই রোমেরোর লাল কার্ডে ১০ জনের দলে পরিনত হয়েছিল টটেনহ্যাম। থিও হার্নান্দেজকে ফাউলের অপরাধে স্পার্স ক্যারিয়ারে এনিয়ে তৃতীয়বার লাল কার্ড পেলেন এই আর্জেন্টাইন। সান্দ্রো টোনালি ও বেশ কিছু সুযোগ নষ্ট করায় এগিয়ে যাওয়া হয়নি মিলানে। বদলী খেলোয়াড় ডিভোক ওরিগির একটি শট পোস্টে লেগে ফেরত আসে। তবে সবকিছুর পরেও সাতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা এক দশকেরও বেশী সময় পরে শেষ আটে পৌঁছে গেছে, এটাই তাদের জন্য গুরুত্বপূর্ণ।

http://www.anandalokfoundation.com/