কুমিল্লা প্রতিনিধিঃ জেলার চৌদ্দগ্রাম থানার ফেলনা গ্রামের মো. ইমাম হোসেন ও ছাতিয়ানী গ্রামের মো. আবুল খায়ের মজুমদার নামের যুবলীগ নেতাদেরকে বিদেশি অস্ত্রসহ আটক করেছে র্যাব।
আজ মঙ্গলবার ভোরে চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা ও ছাতিয়ানী গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, দুটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় তথ্য মতে আটককৃতরা হলো- মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগ নেতা ও ফেলনা গ্রামের মৃত. মকবুল হোসেনের ছেলে মো. ইমাম হোসেন (৪০) ও একই ইউনিয়নের যুবলীগ নেতা ছাতিয়ানি গ্রামের মৃত. আবদুস সালামের ছেলে মো. আবুল খায়ের মজুমদার (৪২)।
কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর কমান্ডার মেজর মো. খুরশিদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের দুজনকে আটক করা হয়।