13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে দি নিউজের আইডি কার্ড শো করে বিভিন্ন স্পর্টে কিছু ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে নোটিশ

admin
December 2, 2018 2:46 am
Link Copied!

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম নগরে আন্তর্জাতিক ও জাতীয় মানের অনলাইন পোর্টাল “দি নিউজ” এর নাম বাঙ্গিয়ে দি নিউজের চট্টগ্রামের আনাচে কানাচে কিছু ভূয়া সাংবাদিক থানা-উপজেলা, বন্দর, পোর্ট কানেক্টিং রোড, এক্সেস রোড, চকবাজার, কোতোয়ালি, খুলশীতে নিজেকে সাংবাদিক বলে দাবি করে জনগন, প্রশাসন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে অর্থ আদায়সহ বিভিন্ন অনৈতিক, আইনবিরোধী কাজ করার অভিযোগ পাওয়া গিয়েছে। আমরা অফিস থেকে অনুমোদিত চট্টগ্রাম ব্যুরোর দায়িত্ব পালন করছেন সহ: সম্পাদক রাজিব শর্মা, শিক্ষানবীশে আছেন চৈতী সেন (চট্টগ্রাম প্রতিনিধি), শ্রাবন্তী মজুমদার (চবি প্রতিনিধি), ঐশী রায় (চবি প্রতিনিধি), খোকন চৌধুরী(পটিয়া), রফিক আহমেদ(বাঁশখালী) পলাশ বড়ুয়া (বাকলিয়া), রবিন আচার্য্য, রহমান আনিছ ২০১৮ তে কাজ থানা/ উপজেলা পর্যায়ে কাজ করেছেন। ২০১৯ এ তাদেরকে অফিস কতৃক যাছাই বাছাই করে সাংবাদিক কার্ড প্রদান করবেন সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী মহোদয়। কিন্তু সহঃ সম্পাদক ব্যাতিত অন্যদের সম্পাদক ও প্রকাশক কতৃক অনুমোধিত কোন প্রেস কার্ড প্রদান করা হয়নি এবং অনান্য ৮ জনকে জানুয়ারি/২০১৮ তে প্রদান করা হলেও তারা কোনরকম দি নিউজে সংবাদকর্মী হিসেবে সমাজ, রাষ্ট্রের উন্নয়নে কাজ করেননি। তাদেরকে অফিসে যোগাযোগ করার জন্য এক নোটিশের মাধ্যমে অনুরোধ করা হয়েছে যদি যোগাযোগ না করেন তাদের কার্ড বাতিল ও তাদের ব্যক্তিগত বিষয় সাংবাদিক পরিচয় দিয়ে “দি নিউজ” নাম বিক্রি করলে, আইনত তার/তাদের দায়ভার প্রত্রিকা কতৃপক্ষ নিবেন না। গত নভেম্বর মাসে চট্টগ্রাম পটিয়া, বাঁশখালী, বাকলিয়া, কোতোয়ালী থানাতে বিভিন্ন প্রত্রিকার নামধারী ভূয়া সাংবাদিক কার্ডসহ চাঁদাবাজী, মাদকপাচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার হন, গত সপ্তাহে পটিয়া থানার ওসি থেকে চাঁদাবাজীর অভিযোগে গ্রেপ্তার হন আরো দুজন এবং তাদেরকে আইনীভাবে মামলা দিয়ে হাজতে প্রেরণ করা হয়।

অতএব, আইন,গণমাধ্যম সংগঠন ও জনগনের কাছে বিশেষভাবে অনুরোধ, সামনে একাদশ
জাতীয়বাদী ” সংসদীয় নির্বাচন, উক্ত নির্বাচনে আমাদের অনুমোদনবিহীন কোন ব্যক্তি আমাদের “The News” এর কার্ড শো করে বিভিন্ন সুবিধাগ্রহণ করতে চেষ্টা করলে প্রমাণাদিসহ thenewse@gmail.com এ মেইল বা www.thenewse.com এ ভিজিট করে নিচে আমাদের সম্পাদক ও প্রকাশকের ঠিকানা দেয়া আছে আমাদেরকে তথ্য জানাবেন। তবুও আপনাদের ব্যক্তিগত আইনী অধিকার আছে। দি নিউজের কার্ড শো করে কোন অনৈতিক কাজ করলে, ভূয়া সাংবাদিক ধরা পড়লে এতে “দি নিউজ” কতৃপক্ষ দায়ী থাকিবে না। আপনারা তাকে আইনের কাছে সোপর্দ করে আইনগত দায়িত্ব পালন করে আমাদেরকে ও দেশের আইনকে সহযোগিতা করার বিনীত অনুরোধ রইল।

অনুরোধক্রমে
মিঃ রাজিব শর্মা
সহঃ সম্পাদক(চট্টগ্রাম ব্যুরো)

http://www.anandalokfoundation.com/