আজ সারা দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এখনও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, স্থলভাগে ওঠেনি। তবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূল দিয়ে বাংলাদেশের স্থলভাগে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি সাগরে দুর্বল হচ্ছে ক্রমাগত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।