13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঘরে বসেই অনলাইনে ভোট দেয়ার প্রযুক্তি উদ্ভাবন করতে হবে -আইনমন্ত্রী

Rai Kishori
March 2, 2020 11:57 pm
Link Copied!

মানুষ ঘরে বসেই অনলাইনে তার নিজের ভোটটি দিতে পারেন এবং তার ভোট কোথায় গেল তা যেন তিনি নিশ্চিত হতে পারেন ভবিষ্যতে এমন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ সোমবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোন কেন্দ্রে মোট কত ভোট পড়েছে এবং কারা কারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদের ছবি ও আইডি নম্বরসহ অনলাইনে তালিকা প্রকাশ করা যায় কিনা সে ব্যাপারে চিন্তাভাবনা করতে হবে।

তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-কে আরও আধুনিক করতে ধারাবাহিক গবেষণা চালাতে হবে। নির্ভুল ভোটার তালিকা তৈরির ধারাবাহিকতা রেখে কেউ যেন অবৈধ ভোটার না হতে পারে সেই বিষয়ে ইসি’কে সজাগ থাকার পরামর্শ দেন আইনমন্ত্রী।

http://www.anandalokfoundation.com/