বরিশালের গৌরনদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, যুব ঋণ বিতরন ও বৃক্ষরোপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী।
বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, জাইকা প্রতিনিধি মেজবাহ উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহআলম ফকির, প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, বিএনপি নেতা মাসুদ হাসান মিটু, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোল্লা মাফুজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা সহ অন্যান্যরা।