× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে চাঁদা দিতে অস্বীকার করায় ইউপি সদস্যকে পিটিয়ে আহত

অনলাইন ডেক্স
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ইউপি সদস্যকে পিটিয়ে আহত

চাঁদার দাবিতে জসিম উদ্দিন হাওলাদার (৩৩) নামের এক ইউপি সদস্যকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার (১৭ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ইউপি সদস্য জসিম গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ও পশ্চিম শরিফাবাদ এলাকার ইউপি সদস্য। মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত ইউপি সদস্য জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, জমি ক্রয়-বিক্রয়ের পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শরিফাবাদ গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার আমার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিলো।

ইউপি সদস্য আরও অভিযোগ করেন, গত পাঁচদিন পূর্বে ইউনুস হাওলাদারের বাড়ির পাশে আমি একটি বিল্ডিং নির্মানের কাজ কন্ট্রাক্ট নিয়েছি। বিল্ডিং নির্মানের ওই কাজ থেকেও দুই লাখ টাকা চাঁদা দাবি করে ইউনুস। বিষয়টি আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে ইউনুস ক্ষিপ্ত হয়। তারই ধারাবাহিকতায় সোমবার (১৬ জুন) দিবাগত রাত এগারোটার দিকে কাজের সাইড থেকে বাসায় ফেরার পথে ইউনুস ও তার সহযোগিরা আমার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা আমাকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে।

হামলাকারীরা সবাই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেও ইউপি সদস্য জসিম উল্লেখ করেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহত ইউপি সদস্য জসিম উদ্দিনের স্ত্রী মুন্নী খানম বাদি হয়ে তিনজনের নামোল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ইউনুস হাওলাদার চাঁদা দাবি ও হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, হামলার ঘটনায় দায়ের করা লিখিত অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..