মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্বএনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চড় গ্রামের মাসুদ শিকদারের স্ত্রী জান্নাত (১৯) আজ সকালে নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্ম হত্যা করে। তিনি পাশ্ববর্তী সরদারকান্দি গ্রামের তোরাব আলী সরদারের মেয়ে।
পুলিশ ও পরিবারসূত্রে জানা যায়, আজ সকালে পূর্বএনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে মাসুদ শিকদারের নিজ ঘরে থেকে জান্নাত (১৯) নামের এক গৃহ বধুর ঝুলান্ত লাশ উদ্বার করে কালকিনি থানা পুলিশ। মাসুদ ও জান্নাত দম্পতির বিয়ে হয় এক বছর আগে। তবে বিয়েটা পারিবারিক ভাবে হয়। কালাই সরদাররের চর গ্রামের সিরাজ শিকদারের ছেলে মাসুদ শিকদার বিদেশে থাকার কারনে পারিবারিক ভাবে এক বছর আগে ফোনের মাধ্যমে তাদের বিয়ে হয়। পূর্বে থেকেই এই দুই পরিবারের মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিল, সম্পর্কে তারা খালাত ভাই বোন। এক মাস আগে নিহতের স্বামী মাসুদ শিকদার বিদেশ থেকে দেশে আসে এবং পরিবারের সকলের মতামতে বউ ঘরে তুলে আনার প্রস্তাব দেয় শশুরবাড়ির লোকজনকে এবং সাথে থাকে দেনা পাওনার কথা হয়।
তারাও তাদের প্রস্তবে সাড়া দেয় তবে একটু সময় চায় মেয়ের শশুর বাড়ির লোকজনের কাছে। এতেই হয় বিপত্তি এবং নিহত জান্নাতের স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন বিষয়টি মানতে নারাজ। নিহত জান্নাতের শ্বশুর বাড়ির লোকজন কোন সময় দিতে পারবে না। কিন্তু নিহত জান্নাতের বাবার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় তারাও জামাইয়ের বাড়ি মেয়েকে দ্রুত তুলে নেয়ার প্রস্তাব প্রত্যাক্ষান করে। দুই পরিবারের মাঝে দ্বন্দের সৃষ্টি হয়। মাসখানেক আগে জামাই শ্বশুর বাড়ি গিয়ে জান্নাতকে ঘুড়তে নিয়ে যাওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে আসে। এর পরে দুই পরিবারের মাঝে দেনা পাওনা নিয়ে কথা কাটাকাটি হয়।এবং জান্নাতকে করা হয় মানসিক নির্যাতন। পারিবারিক কলহ ও নির্যাতনের শিকার হয় নিহত জান্নাত।
নিহত জান্নাতের মা মায়া বিবি বলেন, ওরা যেভাবে বরযাত্রির মাধ্যমে জান্নাতকে তুলে নিতে চেয়েছিল অর্থের সমস্যার কারনে আমরা দিতে পারিনি। জান্নাতকে ওরা অনেক কষ্ট দিয়েছে। শত কষ্টের মাঝে যে, মেয়ে বলতে পারে মেয়েদের বিয়ে একটাই হয় সে মেয়ে আত্ম হত্যা করতে পারে না।
তবে ঘটনার পর থেকে জান্নাতের শ্বশুর বাড়ি লোকজন পলাতক রয়েছে তাদের সাথে কোন ভাবে যোগাযোগ করা যায় নি।
কালকিনি থানার ওসি শামীম হোসেন বলেন ঘটনাটি জানার সাথে সাথে ঘটনা স্থলে ফোর্স চলে যায়। লাশ থানায় আছে, মাদারিপুর মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করা হবে। তবে এখনো কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ক্যটাগরির আরো খবর..