13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টানা চতুর্থ বার গিনেজ বুকে বাংলাদেশী সুদর্শন

Palash Dutta
January 16, 2020 11:27 am
Link Copied!

পলাশ দত্তঃ প্রথম বাংলাদেশি হিসেবে যন্ত্রসংগীতে পরপর চারবার গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন পণ্ডিত সুদর্শন দাশ।

পণ্ডিত সুদর্শন দাশ তাঁর এই অর্জন ছড়িয়ে দিতে চান তরুণদের মাঝে।  তাঁর স্বপ্নজয়ের গল্প আর সাফল্যের কথা শোনালেন যন্ত্রসংগীতের এই প্রতিভাবান শিল্পী।

পণ্ডিত সুদর্শন দাশ। তালযন্ত্রের এই বিস্ময় মানবের নামের সঙ্গে ‘গিনেজ বুক অব রেকর্ডস’ শব্দটির যেন আত্মিক সম্পর্ক। যন্ত্রসংগীতে হাতেখড়ি চট্টগ্রামে, পরে কলকাতার শান্তিনিকেতনে শিখনের পূর্ণতা পায়।২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত টানা চার বছর তবলা, ঢোল, ড্রামস ও ড্রামস সেট ভিন্ন আঙ্গিকে বাজিয়ে গিনেস বুক অব রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন তিনি। কঠোর অধ্যবসায় আর নিবিড় চর্চায় জয় করেছেন অসম্ভবকে।

যন্ত্রসংগীতে গিনেজ রেকর্ড অর্জনকারী বাংলাদেশি পণ্ডিত সুদর্শন দাশ তার সাফল্যের মূলমন্ত্র হিসেবে বলেন, ‘কঠোর পরিশ্রম ছাড়া কোনোদিন লক্ষ্যে পৌঁছানো যায় না।’ এছাড়া প্রচুর চর্চা করার কথাও জানান পণ্ডিত সুদর্শন দাশ।

http://www.anandalokfoundation.com/