13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে মাস সাইক্রেটিক রোগে শিক্ষক-শিক্ষার্থীসহ ২০ জন হাসপাতালে ভর্তি

admin
September 1, 2015 4:11 pm
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রী অজ্ঞানের মাত্র দু’দিন পর গাংনী উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে একই ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারটার দিকে মাস সাইক্রেটিক রোগে অজ্ঞান হলে বিদ্যালয়ের চার শিক্ষকসহ ২০ জন ছাত্র-ছাত্রীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান জানান, বিদ্যালয় চলাকালীন সময়ে অষ্টম শ্রেণীর ছাত্র সুমন হঠাৎ বমি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। তার দেখাদেখি সহকারি শিক্ষক রাশিদুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, সালাউদ্দীন ও সাইদ হোসেন, দশম শ্রেণীর ছাত্রী রিপা, সুমিতা, ইয়ামন, রোজিনা, ইভা, সপ্তম শ্রেণীর ছাত্রী শোভা, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাকিনা  তানভির, অষ্টম শ্রেণীর সুমন ও নবম শ্রেণীর সাথিসহ অন্তত ২০জন অজ্ঞান হয়ে পড়ে। এদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আরো কয়েক জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলাউদ্দীন আল আজাদ  জানান, এটি ভয়ের কিছু নেই। একজনের দেখাদেখি অন্যজনের হয়। কিছুক্ষণ বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ভর্তিকৃতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঘটনার পর বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার সদর উপজেলা শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬২ জন ছাত্রী অজ্ঞান হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত পর্যন্ত ৫ জন বাদে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।

http://www.anandalokfoundation.com/