× Banner
সর্বশেষ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হতে মাটিরাঙায় সম্প্রীতি সভায় পার্বত্য উপদেষ্টার আহ্বান আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা অন্যরকম এক বিদায় সংবর্ধনা পেল সহকারী শিক্ষক ইয়াসমিন নাহার ঐতিহ্যবাহী তেলজুড়ী নৌকাবাইচ মেলায় লাখো মানুষের ঢল চরভদ্রাসনের পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নারী নিহত, আহত ৮ গোগা ইউনিয়নে উঠান বৈঠক: বক্তব্য রাখলেন জননেতা মফিকুল হাসান তৃপ্তি শ্যামনগরে তারেক রহমানের পক্ষে ৭০টি পুজা মন্ডপে উপহার প্রদান অর্থনৈতিক সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান পার্বত্য উপদেষ্টার শত বছর সময় লাগলেও আমরা ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব -সালথা জামাত আমীর

ফরিদপুর প্রতিনিধি

গত ৫৩ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার : সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

“ধর্ষণ, চুরি-লুটপাট ও চাঁদাবাজি-এটা রাজনীতি নয়, এটা জুলুম ও ডাকাতি তন্ত্র। গত ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে তারা শুধু লুটপাট, দুর্নীতি আর অবিচার করেছে। দেশের সম্পদ ধ্বংস করে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।” বলেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, “আমরা বহু দলের শাসন দেখেছি আওয়ামী লীগ, বিএনপি, এমনকি সামরিক শাসকরাও ক্ষমতায় এসেছে। কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আগে একদল চাঁদাবাজি করেছে, এখন আরেক দল করছে। আগে একদল ধর্ষণ করেছে, এখন আরেক দল করছে। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়নি।”

তিনি আরও বলেন, “চোর-ডাকাতদের ক্ষমতায় দেখতে চাই না। শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন দরকার। চোরের জায়গায় চোর বা ডাকাতের জায়গায় ডাকাত আনলে কোনো পরিবর্তন আসবে না। প্রকৃত পরিবর্তন আনতে হলে ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে।”

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “তারা বলে পিআর পদ্ধতি সংবিধানে নেই। অথচ নিজেরাই সংবিধান অনুযায়ী পদে আসেননি। সরকার পরিবর্তনের তিন মাস পর নির্বাচন হওয়ার কথা, সেই নিয়ম মানা হয়নি। সংবিধান ভঙ্গ করেই নিয়োগ পাওয়া কমিশন এখন সংবিধানের কথা বলছে।”

আদালতের বিষয়ে তিনি কড়া সমালোচনা করে বলেন, “বিচারকরা সরকারের দিকে তাকিয়ে রায় দেন। সরকারি দলে থাকলে খুন করলেও পার পাওয়া যায়, আর বিরোধী দলে থাকলে নির্দোষ হয়েও জেলখানায় ধুঁকতে হয়। এটা বিচারব্যবস্থা নয়, এটা অন্যায়।”

সমাবেশে আরও যারা বক্তব্য রাখেন,ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামাল সভাপতিত্ব করেন।

এ সময় আরও বক্তব্য দেন, ফরিদপুর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী,ফরিদপুর-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন,শাকপালদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী,
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল মুরাদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..