13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে মৃত্যু ৩৫ ও শনাক্ত ২৪২৩

Rai Kishori
June 4, 2020 2:43 pm
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় ৫০ টি ল্যাবে ১২৬৯৪ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪২৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত শনাক্ত  ৫৭ হাজার ৫৬৩ জন। আর মৃত্যু ৩৫ নিয়ে এই পর্যন্ত মোট মৃত্যু ৭৮১ জন। সুস্থ হয়েছে ৫৭১ জন আর এই পর্যন্ত ১২ হাজার ১৬১ জন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে যায় রোববার (৩১ মে)। এরপর দ্বিতীয় কর্মদিবসে সোমবার ২ হাজার ৩৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয় আরো ২২ জন। তৃতীয় কর্মদিবস মঙ্গলবার করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯১১ জন এবং মৃত্যু হয় আরও ৩৭ জনের। গতকাল বুধবারে করোনায় আক্রান্তের সংখ্যা ২৬৯৫, মৃত্যু ৩৭ ও সুস্থ ৪৭০ জন।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৮৬ হাজার ১৪৯ জন। মৃতের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ২৫২ জন। সুস্থ্য হয়েছে ৩১ লাখ ৮১ হাজার ১৮০ জন। সারাবিশ্বে মৃত্যুর ১১ এবং সুস্থ্যতার হার ৮৯ শতাংশ।

http://www.anandalokfoundation.com/