13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কলম্বো, কাঠমাণ্ডু আর ইসলামাবাদ থেকে দেখা যাবে অযোধ্যার গগনচুম্বী রাম মন্দির

Rai Kishori
March 4, 2020 9:55 am
Link Copied!

অযোধ্যায় রাম মন্দির অবশ্যই সুবিশাল হতে হবে যে, শ্রীলঙ্কার কলম্বো, পাকিস্তানের ইসলামাবাদ আর নেপালের কাঠমাণ্ডু থেকে যেন দেখা যায়। গগনচুম্বী মন্দির তৈরির জন্য ৬৭ একর জমি রয়েছে, সেখানে সুবিশাল মন্দির তৈরি সম্ভব না। চাই আরও জমি। বলেছেন বিশ্ব হিন্দু পরিষদ এর কার্যকরী সভাপতি রাম বিলাস বেদান্তি

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দেশে রাম মন্দিরের পথ প্রসস্থ করেছে। গত বছর ৯ নভেম্বর রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করেছে কেন্দ্র সরকার। এমনকি ওই ট্রাস্টে সর্বপ্রথম ১ টাকা দান করে শুভ সূচনা করে মোদী সরকার। এমনও শোনা যাচ্ছে যে, আগামী রামনবমী থেকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হতে চলেছে।

তিনি বলেন,  নিজেই বলেছেন যে, গগনচুম্বী রাম মন্দির হবে। উনি বলেন, গগনচুম্বী রাম মন্দির তৈরি করতে দরকার আরও জমি।

বেদান্তিকে যখন জিজ্ঞাসা করা হয় যে, রাম মন্দির নিয়ে যারা এতদিন লড়ে এসেছেন তাঁদের রাম মন্দির ট্রাস্টে নাম নেই কেন? তখন তিনি বলেন, রাম মন্দিরের জন্য যারা লড়াই করেছেন তাঁরা অনেকেই নির্বাচনে লড়াই করেছেন। আর তাঁদের অনেকের নামে মামলাও রয়েছে। সেই হিসেবেই রাম মন্দির ট্রাস্টে তাঁদের নাম রাখা হয়নি।

http://www.anandalokfoundation.com/