× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া

আঞ্চলিক প্রতিনিধি

খুটির সাধে বেঁধে দুই কিশোরের মাথার চুল কেটে দিয়ে মধ্যযুগীয় নির্যাতন

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
মাথার চুল কেটে দিয়ে

বরিশালের আগৈলঝাড়ায় টাকা চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে মধ্যযুগীয় কায়দায় খুঁটির সাথে বেঁধে, মাথার চুল কেটে, বাজার ঘুরানোর ভিডিওচিত্র উপজেলার সর্বত্র টপ অব দ্য টাউনে পরিনত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদরের মায়ের দেয়া আইসক্রিম ফ্যাক্টরীর মালিক হাসান ফকিরের ফ্যাক্টরীতে কর্মচারী হিসেবে নিয়োজিত ছিল একই উপজেলার যবসেন গ্রামের ইনু পাইকের ছেলে লিমন পাইক।

গত ৮ মার্চ রাতে ওই ফ্যাক্টরী থেকে কর্মচারী লিমন পাইক ৭০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ করে মালিক হাসান ফকির। টাকা চুরির পরে লিমনকে খুজে ঢাকা থেকে তার বন্ধু ইমন মোল্লাকে সাথে নিয়ে (১ এপ্রিল) ঈদের পরের দিন মঙ্গরবার আগৈলঝাড়ায় নিয়ে আসে মালিক হাসান ফকির।

ঢাকা থেকে ধরে এনে ওই রাতে লিমন ও তার বন্ধু ইমনকে বেঁধে রাখে হাসান ফকির। পরের দিনও তাদের অভিভাব দের কাছে না দিয়ে বা প্রশাসনের তাতে তুলে না দিয়ে মালিক হাসান ফকিরের নির্দেশে ও প্ররোচনায় বাজারের উৎসাহী লোকজন তাদের মারধর করে চোর নামের প্লে¬কার্ড গলায় ঝুলিয়ে বাজার ঘুড়িয়ে প্রকাশ্য বাজারে গোডাউন রোডের একটি কাপড়ের দোকানের সামনে বৈদ্যুতের খুটির সাথে বেঁধে রেখে মাথার চুল কেটে দেয়। দুই বন্ধুকে বেধে রেখে নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে ভাইরাল হলে সর্বত্র তোলপাড় শুরু হয়।

ইমন মোল্লারর পিতা বাবুল মোল্লা সাংবাদিকদের জানিয়েছেন আমার ছেলে চুরি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারত। তিনি আরও বলেন এভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার কোন অধিকার কারো নেই। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান দিনি।

আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. অলিউল ইসলাম বলেন, যার টাকা চুরির কথা বললেও তাদের কাছ থেকে কোন টাকা উদ্ধার হয়নি। কোন টাকা উদ্ধার হলে আমরা মামলা নিতাম। তারা বেধে রেখে মারধর করে যা করেছে তাতে ভুক্তিভোগী পরিবার অভিযোগ করলে মামলা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..