13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

admin
November 20, 2018 12:50 pm
Link Copied!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

সোমবার রাতে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, বিকেল ৩টা থেকেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে। এজন্য নির্বাসিত নেতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে স্কাইপে ভিডিও কলে কথা বলতে পারছেন না।

শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, নির্বাচনী কার্যক্রমে বিঘ্ন ঘটাতে সরকারি নির্দেশে টেলি রেগুলেটরি কমিশন এমন কাজ করেছে।   এছাড়া সারাদেশে সন্ধ্যার পর থেকে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপ ব্যবহার করে যোগাযোগ করা যাচ্ছে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর বিরুদ্ধে স্কাইপ বন্ধ করে দেবার অভিযোগ উঠেছে। তবে বিটিআরসির পক্ষ থেকে বলা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে। তবে সারাদেশে স্কাইপি বন্ধ থাকলেও ইমো, হোয়াটসঅ্যাপের মত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভিডিও কনফারেন্স এ কথা বলা যাচ্ছে।

http://www.anandalokfoundation.com/