গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার শিল্পকলা একডেমি হলরুমে শিল্পকলা একাডেমির আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক দিলীপ ভাবুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ।
এ ছাড়াও কোটালীপাড়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক তাসলিমা সুলতানা মিলি,শিল্পকলা একাডেমির শিক্ষক খগেন্দ্রনাথ বাড়ৈ,সজল বালা বিথীকা দাস বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন,কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রাণ। যিনি বাংলা সাহিত্যের সব অংঙ্গনে রাজত্ব করেছেন।তিনি কোন ব্যক্তি ছিলেন না,তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান।
রবী ঠাকুরের এই মহা প্রয়াণ দিবস উপলক্ষে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।