13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জ পৌর মেয়রের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতু মন্ত্রী ওবাইদুল কাদের ও বিভিন্ন মহলের শোক

admin
September 23, 2018 9:59 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ প্রতিনিধি॥
কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মরহুম আলহাজ¦ মকছেদ আলীর মৃতুতে শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রিয় সাধারন সম্পাদক সেতুমন্ত্রী ওবাইদুল কাদের।

গত শনিবার দুপুরে মেয়র মকছেদ স্ট্রোকে আক্রান্ত হলে খুলনাতে নেবার পথে সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি মারা যান। তার মৃত্যুর খবরে ওই রাতেই বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ-দপ্তন সম্পাদক ব্যারিষ্টার বিল্পব বড়–য়া স্বাক্ষরিত দলীয় প্যাডে এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কমানা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

রোববার সকাল ১০ টার মরহুমের নিজ গ্রাম শিবনগর ইটভাটা সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজার নামাজে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার, সাবেক এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, জেলার অন্নান্য উপজেলার বর্তমান ও সাবেক পৌর মেয়রগন, থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, কালীগঞ্জ উপজেলা ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, পৌর প্যানেল মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর তোরাব আলী, পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী, কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আওয়ামীলীগ , যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতা কর্মীসহ কালীগঞ্জে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যাবসায়ীক সংগঠন, শিক্ষা প্রতিষ্টান, সাংবাদিক, সুধিজনসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন।

এদিকে পৌর মেয়র মরহুম মকছেদ আলীর মৃতুতে কালীগঞ্জ্রে বিভিন্ন সংগঠনের মধ্যে কালীগঞ্জ পৌরসভা পরিষদের পক্ষে প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, পৌর সার্ভিস এ্যসোসিয়েশনের সভাপতি আব্দুল ওহাব, সাধারন সম্পাদক আলমগীর কবির, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারন সম্পাদক সাবজাল হোসেন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, উপদেষ্টা সম্পাদক মোস্তফা আব্দুল জলিল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিশ^াস আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক শিবুপদ বিশ^াস, বাংলাদেশের ওয়ার্কাস পাটির কেন্দ্রিয় নেতা মোস্তফা আলমগীর রতন, কালীগঞ্জ থানা কমিটির সভাপতি আমির হামজা বাবলু, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচাষ্য, সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, হাজী কল্যান সমিতি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও শোক জানিয়েছেন।

উল্লেখ্য মরহুম মকছেদ আলী ২০১৬ সালের ২০ মার্চ প্রথম শ্রেণির কালীগঞ্জ পৌরসভার ৫ম মেয়র হিসাবে নির্বাচিত হন।

http://www.anandalokfoundation.com/