13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে শিক্ষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে নগদ টকা বিতরণ

Palash Dutta
July 2, 2021 7:30 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত ননএমপিও শিক্ষক কর্মচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ১১নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদ চত্তরে ৫০ জন শিক্ষক কর্মচারী প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন।

এছাড়া ইউনিয়নের ২৫০ জন চা দোকানী ও সেলুন কর্মচারীর প্রত্যেককে ৫০০ টাকা করে প্রদান করা হয়। টাকা বিতরণের সময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও ৪নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু। উপজেলার ১১ ইউনিয়নের এই টাকা বিতরণ করা হবে। প্রতিটি ইউনিয়নে শিক্ষক কর্মচারী ও ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হবে বলে জানান সাংসদ আনার।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষকে সহযোগীতা করা হচ্ছে। তার অংশ হিসাবে আজ ইউনিয়নের ৫০ জন শিক্ষক কর্মচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই নগদ টাকা বিতরণ করা হবে।

http://www.anandalokfoundation.com/